বিজয় বার্তা ২৪ ডট কম
এই করোনা মহামারীতে দরিদ্র ও অসহায়দের সতর্কতা অবলম্বন করে প্রতিটি ই্উনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের জন্য খাদ্য সরবরাহে কাজ করে যাচ্ছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
তারই ধারাবাহিকতায় ৮ নং ওয়ার্ডের ৪টি স্পটে ৬০০ পরিবারকে ত্রান বিতরণ করা হয় আজ। ৮নং ওয়ার্ডে হারিছ ভূইয়ার বাড়িতে ১৫০ ব্যাগ, ছনপাড়া ৬৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০ ব্যাগ, ছনপাড়া বড় বাড়ি জামে মসজিদ এ ১৫০ ব্যাগ, ছনপাড়া মাদ্রাসায় ১০০ ব্যাগ খাদ্য সামগ্রী নিরাপদ দূরত্বে থেকে বিতরণ করা হয়।
এ সময় এম পি বাবুর সাথে আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম, আড়াই হাজার উপজেলা আওয়ামী লীগ নেতা মিয়া মোহাম্মদ সেলিম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মাহবুবর রহমান রোমান, আড়াই হাজার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রবিন সহ, সাতগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হাসান গেলমান, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ রিয়াদ ভূইয়া, মোহাম্মদ মোবারক ভূইয়া সহ ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগের নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ বিতরণের সময় নজরুল ইসলাম বাবু বলেন, আপনারা আমার মোবাইল নাম্বার রাখেন। আড়াই হাজার উপজেলার যেকোনো বাড়িতে সহযোগিতা দরকার হলে আমাকে ফোন করবেন আমি বাড়িতে বাড়িতে সতর্কতার সাথে ত্রাণ পৌছে দিবো ইনশাআল্লাহ। আড়াই হাজারের একটি মানুষও না খেয়ে থাকতে হবেনা ইনশাআল্লাহ। আমরা আছি জনগণের সাহায্য করার জন্য আপনা সর্তকতার সাথে লকডাউন মেনে ঘরে খাকুন। সরকারের দেয়া নিয়ম মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।