মাহাবুব আলম শ্রাবন,বিজয় বার্তা ২৪ ডট কম
সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক আনোয়ার হোসেন জীবন। গত বুধবার (১৭ জানুয়ারি) আনুমানিক বিকেল সারে ৩ টায় এই দূর্ঘটনাটি ঘটে। প্রতিদিনের মত আওয়ামীলীগের ধানমন্ডির পার্টি অফিস থেকে মোটর সাইকেলে করে ফিরছিলেন এই ছাত্রনেতা, জিগাতলার রাইফেল স্কোয়ার মোর অতিক্রম করার এক পর্যায় পিছন থেকে একটি দ্রুতগামী প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দেয় অতপর ছিটকে পরে যায় মোটর সাইকেলের চালক ছাত্রলীগ কর্মী রাসেল ও আনোয়ার হোসেন জীবন। স্থানীয় লোকজন তাতক্ষনাৎ গাড়িটিকে ধরার চেষ্টা করলে সেটি পালিয়ে যায় এবং মারাত্মক ভাবে আহত হন ছাত্রলীগ নেতা জীবন, রাস্তার পাশে থাকা আইলেন্ড এর সাথে লেগে বিভর্ষভাবে থেঁতলে যায় তার মাথার একাংশ অচেতন অবস্থায় পরে থাকে রাস্তার পাশে।
স্থানীয়দের সাহায্যে তাকে পপুলার হাসপাতালে নেয়া হলে সেখানে তাকে রাখতে অপারগতা জানায় কতৃপক্ষ মুহুর্তেই খবর ছড়িয়ে পরে চারিদিকে ছুটে চলে আসেন তার সহ কর্মী এবং নেতৃবৃন্দ। সেখান থেকে এম্বুলেন্সে করে তাকে নেয়া হয় ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরোসাইন্স হাসপাতালে, কয়েক দফা অস্ত্রপাচার এর পর তাকে আনা হয় হাসপাতালের বেডে তখনও অচেতন অবস্থায় জীবন, কয়েক ঘন্টা পর কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরেন তিনি। ঠিক ঘটনার পরের দিনই সকালেই ছুটে আসেন বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি। জীবন এর জন্য সকলের কাছে দোয়া চান তিনি এবং তার সুস্থতা কামনা করেন। ঠিক এর পরপরই ছুটে আসেন বিশিষ্ট ব্যাবসায়ী ও যুবলীগ নেতা মোশাররফ হাসান বাবু, ছাত্রলীগ নেতা হাসান সিদ্দিক সহ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির নেতারা। এক এক করে ভীর জমান আত্বীয়-স্বজন থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীরা। ডাক্তাররা জানান, তিনি এখন অনেকটা আশংকা মুক্ত, তবে পুরোপুরি সেরে উঠতে আরো কিছুদিন লাগবে বলে জানান তারা।