বিজয় বার্তা ২৪ ডট কম
‘শীতলক্ষ্যা বাঁচাও, গাছ লাগাও, নারায়ণগঞ্জ বাঁচাও’ স্লোগানে পরিবেশবাদী মানবাধিকার সংগঠন ‘নির্ভীক’ এর উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকাল ১১টায় নির্ভীকের প্রতিষ্ঠাতা, বাপা জাতীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল শহরের চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ এলাকায় শিশু কল্যাণ প্রাথমিক (পথকলি নামে পরিচিত) স্কুলের মাঠে বৃক্ষ রোপণ ও বিতরন কর্মসূচির উদ্বোধন করেন। ওই সময়ে স্কুল কর্তৃপক্ষকে ১০০টি ফলজ ও ওষধি গাছের চারা হস্তান্তর করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন কালে নির্ভীক নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির প্রধান সমন্বয়ক মাকিদ মোস্তাকিম শিপলু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নির্ভীক জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক এটিএম কামাল বলেন, নারায়ণগঞ্জকে পরিবেশবান্ধব করে গড়ার লক্ষ্যে নির্ভীকের পক্ষ থেকে ইতোপূর্বে যে কর্মসূচি শুরু হয়েছিল তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, শহরের খালি জায়াগা সহ বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপণ করা হবে। পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী ও ব্যবসায়ি সংগঠন সহ যারা গাছ লাগাতে ইচ্ছুক তাদের মধ্যে গাছের চারা বিতরণ করা হবে।
এটিএম কামাল আরো বলেন, আসুন সবুজে বাঁচি, সবুজকে বাঁচাই। সবুজ নারায়ণগঞ্জ এখন সময়ের দাবি তা বাস্তবায়ন করতে হলে বৃক্ষ রোপন যেমন জরুরি ঠিক তেমনি নারায়ণগঞ্জের হৃদপিন্ড, শীতলক্ষ্যা নদীকে বাঁচাতে হবে কারন শীতলক্ষ্যা বাচঁলেই নারায়ণগঞ্জ বাচঁবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগে জান্নাত মসজিদ কমিটির সদস্য সচিব ও সাংবাদিক শরীফ সুমন, পথকলি স্কুলের প্রধান শিক্ষক জাঙ্গীর হোসেন, সহকারি শিক্ষক শিউলী আক্তার, সমাজকর্মী শহীদুল্লাহ রিপন প্রমুখ।
উল্লেখ্য, বিগত বছরগুলোতে সবুজ নারায়ণগঞ্জ গড়তে নির্ভীকের ব্যানারে প্রায় ১৬ হাজার গাছের চারা রোপন ও বিতরন করা হয়েছিল। সেই চারাগুলো এখন বৃক্ষ হয়ে শহরের বিভিন্ন এলাকায় সৌন্দর্য্য বর্ধণ ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে।