বিজয় বার্তা ২৪ ডট কম
ভারতের আসামের কোকরাঝাড়ে একটি ব্যস্ত বাজারে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব বড়ল্যান্ডের (এনডিএফবি) হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কোকরাঝাড়ের বলাজান বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আসামের শীর্ষস্থানীয় দৈনিক অসমীয় প্রতিদিনের সিনিয়র সাংবাদিক প্রণব আচার্যে জানান, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোকরাঝাড়ের বালাজান বাজারে তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী। এ সময়ই এনডিএফবির সশস্ত্র সন্ত্রাসীরা নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্য করে গ্রেনেড ছোঁড়ে ও এলোপাথাড়ি গুলি চালায়। এত ঘটনাস্থলেই বেশ কয়েকজন সাধারণ মানুষ ও নিরাপত্তারক্ষী নিহত হন।
আসামের টিভি চ্যানেল প্রতিদিন টাইমের নিউজ এডিটর জানান, কোকড়াঝাড়েরর বালাজানে শুক্রবার সাপ্তাহিক বাজার বসে। এ বাজারটি মুলতঃ কাঁচা তরকারির বাজার। এখনে শুক্রবার অনেক মানুষের ভিড় হয়। এনডিএফবি সন্ত্রাসীরা এ সময় হামলা চালায়। প্রায় ২০ মিনিট ধরে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকধারীদের তীব্র গোলাগুলি চলে। হামলার পরপরই সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। বন্দুকধারীদের এক সদস্য সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে।
পুলিশের বরাত দিয়ে তিনি জানান, হামলার পরপরই সেখান থেকে এনডিএফবি’র দুই বন্দুকধারী পালিয়ে গেছে। নিহত জঙ্গির কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ প্রচুর তাজা গ্রেনেড উদ্ধার করে