স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
রাষ্ট্রদ্রোহ ও নাশকতার তিনটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে ৩০ দিনের রিমান্ডের জন্য আবেদন করেছে পুলিশ।সোমবার ঢাকার মুখ্য মহানগরের তিন হাকিমের আদালতে পৃথক আবেদন করা হয়।
গুলশান থানার রাষ্ট্রদ্রোহ মামলায় ১০ দিনের রিমান্ড নিতে মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে আবেদন করে পুলিশ। মতিঝিল থানার নাশকতার মামলায় হাকিম গোলাম নবী এবং লালবাগ থানার নাশকতার মামলায় মাজহারুল ইসলামের আদালতে পৃথক আবেদন করে পুলিশ।
রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরীর রিমান্ড শুনানি আগামীকাল মঙ্গলবার ও বাকি মামলা দুটির জন্য ৬ জুন দিন নির্ধারণ করেছেন আদালত। একই সঙ্গে বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
তিনটি মামলার শুনানির জন্য আজ সোমবার দিন নির্ধারণ ছিল। আসলামের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া শুনানির দিন পেছানের জন্য আবেদন করেন। আদালতকে আইনজীবী বলেন, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধরায় রিমান্ড শুনানির বিষয়ে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে, তা শুনানির অপেক্ষায় রয়েছে। তাই এই শুনানি পেছানো হোক।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের হাকিম মারুফ হোসেন, গোলাম নবী ও মাজহারুল ইসলাম রিমান্ড শুনানির পেছানোর আবেদন মঞ্জুর করেন।
এ ছাড়া সোমবার ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াসিন চৌধুরী রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরীকে গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন।