বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন ১২ ও ১৩ই এপ্রিল ২০১৯ইং স্নান উৎসব সুষ্ঠ ও সুন্দর করার লক্ষ্যে আজ ২৩ই মার্চ বিকাল ৫ ঘটিকায় নগরীর দরিদ্র ভান্ডার কালী মন্দিরে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান কমিটির সভাপতি বাবু সরোজ কুমার সাহা, আরও উপস্থিত ছিলেন মহাতীর্থ স্নান কমিটির সাধারণ সম্পাদক বাবু সুজিত কুমার সাহা, মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নাঃগঞ্জ মহানগর আঃলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নাঃগঞ্জ মহানগর পূজা কমিটির সভাপতি দীপক সাহা, নাঃগঞ্জ জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই দে, জেলা পূজা কমিটির সহ সভাপতি ননী গোপাল সাহা, মহানগর পূজা কমিটির সহ সভাপতি অরুন দাস, যুগ্ম সম্পাদক ও সাংবাদিক উত্তম সাহা, কোষাধ্যক্ষ সুশীল দাস, জেলা পূজা কমিটির সাবেক প্রচার সম্পাদক রিপন ভাওয়াল, হিন্দু সংস্কার সমিতির সভাপতি কমলেস সাহা, সাধারণ সম্পাদক বিষ্ণু পদ সাহা, পুলক কান্তি গোষাল, এছাড়া লাঙ্গলবন্দের বিভিন্ন ২৬টি সেবা ক্যাম্পের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী শ্রী লালজি মন্দিরের সত্য নারায়ণ চৌধুরী, শ্রী শ্রী শিব মন্দিরের শান্তি রঞ্জন দাস, মানব কল্যাণ সংঘের সত্যজিত পাল, একতা যুব সংঘের শ্রী তপন বিশ্বাস, দেওভোগ আখড়ার বাদল সাহা, শ্রী শ্রী অনুকূল ঠাকুর আশ্রমের শ্রী মানিক দাস, ১নং ঢাকেশ্বরী মিলন সংঘের মানিক রাম কানু, শ্রী শ্রী রাম ঠাকুর সেবা সংঘের বিপ্লব কুন্ডু, নাঃগঞ্জ সেবক সমিতির সভাপতি নারায়ণ চন্দ্র দাস, জাগো হিন্দু পরিষদের সুজন দাস, হিন্দু মহাজোটের সভাপতি এড. রঞ্জিত চন্দ্র দে, বাংলাদেশ জাতীয় হিন্দু সংস্কার সমিতির দীপক কুমার পাল, শ্রী গুরু সংঘের নির্মল বাবু, সাধু নাগ মহাশয় আশ্রমের শ্যামল দত্ত, সত্যধাম আশ্রমের বিপ্লব কুন্ডু, সোনারগাঁ পূজা কমিটির সভাপতি লোকনাথ দত্ত, সিদ্ধিরগঞ্জ থানা পূজা কমিটির আহ্বায়ক শিশির ঘোষ অমর, ফতুল্লা থানা পূজা কমিটির প্রদীপ কুমার মন্ডল ও অরুন দাস, বন্দর থানা পূজা কমিটির সভাপতি শংকর দাস, সাধারণ সম্পদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস, শ্যামল কুমার সাহা, হিমাদ্রী সাহা হিমু, অরুন দেবনাথ, তপন গোপ সাধু, কৃষ্ণ আচার্য্য, পলাশ চন্দ্র সূত্রধর, তপন ঘোষ, লিটন ঘোষ, রাম প্রসাদ চক্রবর্তী, ব্রজন দাস, বিধু চন্দ্র হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন আগামী ১২ই এপ্রিল শুক্রবার সকাল ১১ ঘটিকা হইতে ১৩ই এপ্রিল শনিবার সকাল ৮.৪৫ পর্যন্ত লাঙ্গলবন্দ তিথিতে ¯œান উৎসব অনুষ্ঠিত হইবে। আগামী ¯œান উৎসব সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সকল সেবা ক্যাম্পের সভাপতি, সাধারণ সম্পাদক ও হিন্দু নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন। সভায় বিভিন্ন সেবা ক্যাম্পের বক্তারা বলেন ২০১৫ সালে দূর্ঘটনার পর অর্থাৎ ২০১৬/১৭ ও ১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং লাঙ্গলবন্দ ¯œান এলাকা উন্নয়নের জন্য বিশাল পরিমান অর্থ বরাদ্দ করাতে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে উল্লেখিত বিগত ২০১৭/১৮ সালে মাননীয় সংসদ সদস্য নাঃগঞ্জ-৫ আসনের সেলিম ওসমানের দিক নির্দেশনা এবং জেলা প্রশাসক ও জেলা পুলিশ সহ সর্বস্তরের সরকারী সংস্থাগুলির সহযোগীতা যেভাবে ¯œান উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক এই ভাবেই বর্তমান ২০১৯ সালে ¯œান উৎসব অনুষ্ঠিত হয়, সেজন্য সকলের সহযোগীতা কামনা করেন। সোনারগাঁ পূজা কমিটি, সিদ্ধিরগঞ্জ পূজা কমিটি, বন্দর পূজা কমিটি, ফতুল্লা পূজা কমিটি, মহানগর পূজা কমিটি, মহাতীর্থ লাঙ্গলবন্দ ¯œান উৎসবের সভাপতি সরোজ কুমার সাহা ও সাধারণ সম্পাদক সুজিত কুমার সাহাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। সভা শেষে সকলের সম্মতিক্রমে মহাতীর্থ লাঙ্গলবন্দের ৭১ সদস্য কমিটি ঘোষনা করা হয়।