বিজয় বার্তা ২৪ ডট কম
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে পালন করার লক্ষ্যে নারায়ণগঞ্জের হিন্দু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া ।
বুধবার ( ১২ সেপ্টেম্বর ) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, এবার শারদীয় দুর্গাপূজা নির্বাচনী বছরে হওয়ায় সবাইকে একটু বেশি সতর্ক থাকতে হবে । যাতে করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে । পূজার সময়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কঠোর ভাবে নিয়ন্ত্রন করা হবে । পূজা মন্ডপ গুলোতে শুধুমাত্র ধর্মীয় সংগীত বাজাতে হবে । আযান ও নামাজের সময়ে গান বাজনা বাজানো বন্ধ রাখতে হবে । বিজয়ীয়া দশমীতে রাত নয়টার মধ্যে অবশ্যই সকল প্রতিমা বিসর্জন সম্পূর্ণ করতে হবে । নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না । সকলের সম্মিলিত সহযোগিতায় একটি সুন্দর ও আকর্ষণীয় দূর্গা পূজা উপহার দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ । এ বছর নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে মোট ২০৩ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ রেজাউল বারী, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ) মোঃ ফারুক হোসেন, নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মকলেছুর রহমান, এনডিসি জ্যোতি বিকাশ চন্দ্র, র্যাব ১১ এর এএসপি মোঃ বাবুল হোসেন, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বিনা, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপাড়ী, নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির হোসেন, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জোহা, নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপীনাথ দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সম্মানিত ট্রাষ্টি পরিতোষ সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, যুগ্ম সম্পাদক কমলেশ সাহা, মহানগর পূজা উদযাপণ পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, কোষাধ্যক্ষ সুশিল দাশ, সাংস্কৃতিক সম্পাদক উত্তম সাহা, কোষাধ্যক্ষ সুশীল দাস, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ মন্ডল, সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, সিদ্ধিরগঞ্জ কমিটির সভাপতি শিশির ঘোষ অমর, বন্দর কমিটির সভাপতি শংকর কুমার, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস, আড়াইহাজার থানা কমিটি সভাপতি হারাধন চন্দ্র দে প্রমুখ ।