বিজয় বার্তা ২৪ ডট কম
কোরবানীর আর মাত্র বাকি ৩ দিন। এর মধ্যে মানুষ নারীর টানে বাড়ি দিকে যাত্রা শুরু করেছে। ফাঁকা হচ্ছে শহর আর গরুর কিনার পড়েছে হিড়িক হাটে। এর ফাকে শহরে অপরাধীরা সক্রিয় অবস্থানে। তাই আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে জনগনের যানমালের নিরাপত্তা জোরদার করতে আজ শনিবার শহরের গরত্বপূর্ন স্থানগুলো পরির্দশন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
সকালে শহরের কালিরবাজার স্বর্নপট্টি এলাকা দিয়ে পরিদর্শন শুরু করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া ও জেলা পুলিশ সুপার মঈনুল হক।
এসময় তারা ক্রেতা ও বিক্রেতাদের সাথে নিরাপত্তা ব্যবস্থা ঠিক রয়েছে কিনা সে বিষয়ে আলাপ করেন। এরপর নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ঘাট পরিদর্শনে যান তারা। লঞ্চে যাতায়াতকারী যাত্রীদের কোন হয়রানী হচ্ছে কিনা সে বিষয়ে তাদের সাখে আলাপ করেন তারা। পরে শহরের বিভিন্ন পশুর হাটগুলোতে পরির্দশনে যান এবং আগত গুরু বিক্রেতাদের সাথে কথা বলেন। এসময় তারা বলেন আপনাদের কোন প্রকার হয়রানী হলে আমাদের জানাবেন আমরা ব্যবস্থা নিবো। কোন প্রকার অন্যায় বরধাস্ত করা হবে না। পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের সেবায় পাশে আছে।
পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের এডিএম ছরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আযম, (শিক্ষা ও আইসিটি) শাহিন আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) শরফুউদ্দীন, সদর থানার ওসি আসাদুজ্জামান প্রমূখ।