বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৫ খুনের মামলায় আদালতে স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে মামলার একমাত্র আসামী মাহফুজের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা হয়। এ মামলায় স্বাক্ষ্য দিয়েছেন নিহতদের বাড়ীর ৩ জন ভাড়াটিয়া।
আদালতের পিপি এডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, মঙ্গলবার আসামীর উপস্থিতিতে নিহতদের বাসস্থান বাবুরাইলের আশেক ভিলা নীচ তলার ভাড়াটিয়া দুই ভাই তসলিম (২৬), তৌহিদ (৩০) এবং চতুর্থ তলার ভাড়াটিয়া রনি (২৮) সাক্ষ্য গ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরো জানান, ঘটনার সময় স্বাক্ষীরা ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করার সময় তাদের স্বাক্ষী করেন। তবে এদিন সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়নি।
এর আগে গত ১২ জুলাই মামলার বাদী শফিকুল ইসলামের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। আসামীপক্ষে আইনজীবী হিসেবে সাক্ষীদের জেরা করেন জেলা লিগ্যাল এইড এর আইনজীবী এডভোকেট সুলতানুজ্জামান।
এর আগে ৫ খুনের মামলায় একমাত্র আসামী হিসেবে ভাগ্নে মাহফুজকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয় মামলার তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ। গত ১৪ জুন একমাত্র আসামী ভাগ্নে মাহফুজের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালত সৈয়দ এনায়েত হোসেন মামলার চার্জ গঠনের নির্দেশ দেন। এর আগে গত ২৫ মে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে মামলাটি গ্রহণ করেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৬ জানুয়ারী শহরের বাবুরাইল এলাকার আশেক আলী ভিলার নীচ তলায় মামার বাসায় অবস্থান করে নির্বিঘেœ গৃহকর্ত্রী তাসলিমা (৩৫), তার শিশু সন্তান শান্ত(১০), সুমাইয়া (৭), গৃহকর্ত্রীর ভাই মোরশেদুল (২২) ও জাঁ লামিয়া বেগমকে (২০) শ্বাসরোধ ও শিল পাটা দিয়ে পিটিয়ে একাই হত্যা করে বাসায় নতুন তালা দিয়ে পালিয়ে যায় ভাগ্নে মাহফুজ।