বিজয় বার্তা ২৪ ডট কম
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সত্যিকারের জ্ঞানের আলোতে আলোকিত সমাজে সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না। সারা দেশে শিক্ষার আলো ছড়িয়ে সকল ধরনের অপশক্তি ও অপসংস্কৃতি প্রতিহত করা হবে।
শনিবার দুপুরে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাক্সেস এনহেন্সমেন্ট (সেকায়েপ) প্রকল্পের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সেরা সংগঠক সম্মাননা পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তৃণমূল পর্যায়ে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আলোকিত সমাজ গঠনে দেশের তৃণমূল পর্যায়ে শিক্ষা নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘স্বাধীনতার পরাজিত শক্তি এ দেশের অগ্রগতি, সমৃদ্ধি কখনো মেনে নিতে পারেনি। এ অপশক্তি তাদের হীন উদ্দ্যেশ হাসিলের জন্য শান্তির ধর্ম ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে যুব সমাজকে বিভ্রান্ত ও বিপথগামী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, উপবৃত্তি, টিউশিন ফি মওকুফ, বিদ্যালয়ে দুপুরের খাবার সরবরাহ, দরিদ্র শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত শিক্ষক নিয়োগ প্রভৃতি শিক্ষাবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে। ভবিষ্যতে এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে ঢাকা বিভাগের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির ১৫৩ জন পুরস্কৃত করা হয়।
বর্তমানে সারা দেশে ২৫০টি উপজেলার ১১ হাজার ৮০০ শিক্ষা প্রতিষ্ঠানে সেকায়েপর সহায়তায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সংগঠকদের উৎসাহিত করতে ২০১৩ সন থেকে সেরা সংগঠকদের পুরস্কৃত করা হচ্ছে।
সেকায়েপ প্রকল্প পরিচালক ড. মাহমুদুল-উল-হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি প্রফেসর আবদুল্লাহ আবু সায়ীদ প্রমুখ।