বিজয় বার্তা ২৪ ডট কম
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দরের আলীনগর ও মদনগঞ্জ এলাকায় আবারো ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ কমপক্ষে ৭জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,মঙ্গলবার পূর্ব বিরোধের জের ধরে আলীনগর ও মদনগঞ্জ সৈয়ালবাড়ির ঘাট এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে আলীনগরের উচ্ছশৃঙ্খল যুবকরা পুনাইনগর এলাকার বেশ কয়েকটি ঘর-বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট তান্ডব চালায়। এতে নারী-পুরুষসহ প্রায় ১৩জন আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে বুধবার সকাল ৯টায় মদনগঞ্জ এলাকার আব্দুল মতিন নামের জনৈক বৃদ্ধকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে মদনগঞ্জ ও আলীনগর সৈয়ালবাড়ির ঘাট এলাকাবাসীর সঙ্গে দ্বিতীয়বারের মতো সংঘর্ষ বাধে। উভয়পক্ষের সংর্ঘষে মহিলাসহ ৭জন আহত হয়। এরা হচ্ছে মদনগঞ্জের জোসনা বেগম(৪২),রাজু আহমেদ(৩০),ইব্রাহিম(৪৪),রিনা(২৮) ও নূরে আলম(৩৫)। খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ সময় তিনি উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এ ব্যাপারে বন্দর থানার ওসি(তদন্ত) মোঃ হারুনুর রশীদ জানান,পরিস্থিতি আপাতত স্বাভাবিক উভয়পক্ষকে থানায় তলব করা হয়েছে মীমাংসার জন্য।