বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, আওয়ামীলীগের উন্নয়নে জোয়ারে ভাসছে বাংলাদেশ । সারাদেশে ফ্লাইওভার ছেয়ে গেছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বের মাঝে এক অনান্য রেকর্ড তৈরি করবে বাংলাদেশ । আর আওয়ামী লীগের এই উন্নয়নের কথা কর্মীদের মানুষকে জানাতে হবে। আগামী নির্বাচনে যাতে করে আওয়ামী লীগ আবারও নির্বাচিত হয় তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ।
শুক্রবার বিকেল ৪ টার দিকে ১নং রেল গেইটস্থ স্টেশন এলাকায় মহানগর ১৫ নং ওয়ার্ড কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মী সংগ্রহ করতে । যারা মাদক ব্যবসা, সন্ত্রাসী, ভূমি দস্যুতা ও জামায়াত বিএনপি হতে আওয়ামী লীগ করছে তাদের কাউকে আওয়ামী লীগের সদস্য করা হবে না । আওয়ামীলীগকে যারা ভালোবাসে যাদের কাছে আওয়ামীলীগ নিবেদিত প্রাণ তাদের কেই সদস্য করা হবে ।
মহানগর ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল করিম কাজীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর কৃষক লীগের আহ্বায়ক শাহজামাল খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি রোকনউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জিএম আরমান, ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পুলক কান্তি ঘোষাল, মহানগর কৃষক লীগের সদস্য সচিব আবু সুফিয়ান লেলিন, সদস্য জাহেনারা বেগম, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক নূর নাহার সন্ধ্যা প্রমুখ ।
এ সময় মোঃ তোফাজ্জল হোসেনকে সভাপতি ও মোঃ বাবুল সিকদার কে সাধারণ সম্পাদক করে মহানগর ১৫ নং ওয়ার্ড কৃষক লীগের ৫১ সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটির অনুমোদন দেয়া হয় ।