বিজয় বার্তা ২৪ ডেস্ক
কবি যেভাবে শব্দের পর শব্দের ঝলকানিতে তার কবিতার পরতে পরতে গেথে দেন অসংখ্য দৃশ্যকল্প, যা নিয়ে পাঠক ভাবনার অতল গভীরে ডুব দেন; ঠিক তেমনি কর্ম একজন সমঝদার চিত্রগ্রাহকেরও। যাকে বলা হয় মূলত দৃশ্যের কবি। তেমনি এক দৃশ্যের কবি এই সময়ের মেধাবী ফটোগ্রাফারআরিফ আহমেদ।
মডেল ফটোগ্রাফার হিসেবে আরিফ আহমেদের খ্যাতি থাকলেও প্রকৃতির সঙ্গে আলো ছায়া নিয়েই খেলতে ভালোবাসেন বাংলাদেশের অন্যতম এই চিত্রগ্রাহক। আরিফ আহমেদ বরাবরই বলেন যে, মডেল ফটোগ্রাফার হিসেবে সবাই আমাকে চিনলেও নেচার ফটোগ্রাফিতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।’
প্রকৃতির ছবি তোলতে যে সত্যিই তিনি স্বস্তিবোধ করেন তার প্রমাণও আরিফ আহমেদ বহু আগেই দিয়েছেন। সদ্য তোলা তার ক্যামেরায় বাংলাদেশের ক্ষয়িষ্ণু পাঁচ নদীর অসাধারণ কিছু স্থির চিত্রেও লক্ষ্য করা গেছে তা। দেশের বিভিণ্ন জেলায় অবস্থিত পাঁচটি নদীকে আরিফ আহমেদের ক্যামেরায় দেখে নিতে পারেন। মডেল ফটোগ্রাফি করলেও প্রকৃতি প্রেমী দৃশ্য-শিকারি আরিফ আহমেদ দেশের একটি জাতীয় দৈনিকে কাজ করছেন বিগত প্রায় আট বছর ধরে। দেশের নাট্যাঙ্গন, চলচ্চিত্রাঙ্গন, সংগীতাঙ্গনের কিংবদন্তিতুল্য ব্যক্তিত্বদের ছবি তোলার পাশাপাশি হালের জনপ্রিয় তারকাদেরও ছবি তুলছেন আরিফ আহমেদ। নেশা এবং পেশা হিসেবে ফটোগ্রাফিকে যাপন করা এই শিল্পী জীবনের সঙ্গে বেঁধে নিয়েছেন ফটোগ্রাফিকে। এছাড়া আরিফ আহমেদ একজন নির্মাতা হিসেবেও বেশ ক’বছর আগে আত্মপ্রকাশ করেছেন। ওপার বাংলার ঋতুপর্ণার সঙ্গে তিনি একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।
আরিফ আহমেদের তোলা আরো ছবি দেখতে ক্লিক করুন এখানে…
https://www.facebook.com/AlwaysArifAhmed/