বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, আপনারা যদি মনে করেন আমি অনেক কাজ করেছি তাহলে আমাকে ভোট দিবেন।
মঙ্গলবার দুপুরে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের লাকীবাজার এলাকায় এক কর্মীসভা শুরু আগে এলাকাবাসীর খোজ খবর নেওয়ার সময় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমার ভোটের প্রয়োজন নাই৷ আপনারা কেবল আমার জন্য কাজ করবেন৷ নির্বাচন পর্যন্ত বাচি কিনা, ঠিক নাই৷ মনোনয়ন পাই কিনা ঠিক নাই৷ আগে পাই তারপর দেখা যাবে৷
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি চন্দন শীল, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু ভূইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ৷
শামীম ওসমান আরো বলেন, আমি টাকা পয়সা দিয়া নির্বাচন করবো না৷ আমি আমার ঈমান বেচবো না, কারো ঈমান খরিদও করবো না৷ যদি আপনি মনে করেন এই লোকটা অনেক কাজ করছে তাইলে ভোট দিবেন৷
তিনি বলেন, এই লিংক রোড আমরা করছি, স্টেডিয়াম, ডিএনডি প্রজেক্ট, তোলারাম কলেজ, মহিলা কলেজ বিশ্ববিদ্যলয় করেছি আমরা৷ এই ব্যাপক কাজগুলো আমরা করেছি৷ একটা বড় কাজ কেউ দেখাক যে, এই কাজটা সে করেছে৷ আমার পকেটের পয়সা দিয়া কাজ করি নাই, আমি কাজটা নিয়া আসছি৷ কাজ আপোসে আসে না, এটা আনা খুব কঠিন৷ আপনাদের দোয়ায় এই কঠিন কাজটা আমি করতে পারি৷ আমার কাছে খুব ভালো লাগে যদি কাজটা নিয়ে আসতে পারি৷