বিজয় বার্তা ২৪ ডট কম
আমি যতদিন এই জেলায় থাকবো ততদিন এই জেলার উন্নয়নের জন্য কাজ করে যাবো । আমি চলে যাবার পরও মানুষ আমাকে স্মরণ রাখবে বললেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া । শনিবার ( ৯ ডিসেম্বর ) সকাল ১১ টায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সার্কিট হাউস সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন । রাব্বী মিয়া বলেন,সমাজে যারা জয়িতা আছে তাদের কে খুঁজে বের করতে হবে । তারা জীবন বিভিন্ন সময়ে নানা কারণে নির্যাতিত হচ্ছে । আমাদের উচিত তাদের খুঁজে বের করে তাদের পাশে গিয়ে দাঁড়ানো । আআমাদের সমাজে যারা কাজ করছে সমাজের উন্নয়নে অবদান রাখছে তাদের কে সম্মানিত করছি । তিনি আরও বলেন, আগামীতে এই ধরনের অনুষ্ঠানে আমরা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সম্পর্কে আলোচিত প্রদর্শনী আয়োজন করা মাধ্যমে সবাইকে তার সম্পর্কে জানতে হবে । বেগম রোকেয়া আমাদের সমাজে অবদান রাখছে বলেই আমরা আজ তাকে স্মরণ করছি ।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক’সার্কেল) মোঃ শরফুদ্দীন, জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) মোঃ জসিম উদ্দিন হায়দার, ( শিক্ষা ও আইসিটি) মোঃ রেজাউল বারী, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাজমীন জেবিন বিনতে শেখ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজা ইয়াসমিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আঞ্জুমান আরা আকসির, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপক শিরীন বেগম, যুগ্ম সম্পাদিকা আলেয়া বেগম, মহানগরের সভানেত্রী ইসরাত জাহান স্মৃতি, সোনারগাঁ থানা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী এড. নুর জাহান বেগম প্রমূখ ।
পরে জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া পাঁচজন জয়িতা কে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্বর্ধনা স্মারক ক্রেস তুলে দেন ।