নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আমিও সেলিম ওসমানের একজন বিশ্বস্ত কর্মী এবং সমর্থক। আমার আশাও প্রত্যাশা তৃণমূল পর্যায়ের জাতীয় পার্টি’র কর্মী-সমর্থকও সাধারণ ভোটারদের মতামত কেসু-বিবেচনায় এ নেতাদের প্রত্যাশিত স্বপ্নের প্রতিফলন ঘটানো।আলহাজ্ব নাসিম ওসমানের স্মৃতি বিজরিত নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি’র প্রধান কার্যালয়টি খুলে দেয়ার জন্যও দলীয় নেতা-কর্মীদের পক্ষ থেকে আমি জেলার শীর্ষ নেতাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি।কথা গুলো বলেছেন জেলা জাতীয় পার্টি’র ১ম যুগ্ম সাধারণ সম্পাদকও নারায়ণগঞ্জ-৫ আসনের চার-চার বার নির্বাচিত জননন্দিত নেতা এবং প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের আদর্শের মানসপুত্র, অনুপ্রানিত ও প্রাণ প্রিয়কর্মী মো. আজিজুল হক আজিজ। বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগকালে উপস্থিত সাংবাদিকদের প্রাসঙ্গিক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী রাজনীতির চর্চা কেন্দ্র ওসমান পরিবারের লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়নের প্রত্যয়ে তৃণমূল নেতা-কর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে ওসমান পরিবারের রাজনীতিকে গতিশীল করার জন্য দাবী রাখছি। কলাগাছিয়াবাসী’র উদ্দেশ্যে প্রার্থী আজীজুল বলেন, ওসমানের পরিবারের সমর্থন ও সহযোগীতা নিয়ে জনগনের ভোটে নির্বাচিত হলে, কলাগাছিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগনের ভাগ্য পরিবর্তনে শ্রষ্টার কৃপায় আমি অগ্রনী ভূমিকা পালন করবো ইনশাহ্ল্লাহ্। আমি আমার রাজনৈতিক শিক্ষাগুরু ও পিতৃতুৃল্য অভিভাবক প্রয়াত এমপি আলহাজ্ব নাসিম ওসমানের আদর্শ ও শিক্ষায় গড়ে ওঠেছি। আমার নেতার কাজ থেকে আমি শিখেছি মানব সেবার মাধ্যমে আল্লাহ্কে পাওয়া যায়।তিনি আমাকে সর্বদা বলতেন, সমাজের সর্ব শ্রেনী’র মানুষের ভাল বাসা অর্জন করতে হলে তাদের সুখ-দুঃখে আপন জনের মত পাশে থাকবে।আমি আমার নেতার সে নির্দেশে এ যাবৎ জনগনের সেবক হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছি এবং যতদিন বেঁচে আছি আমার নেতা নাসিম ওসমানের মতই জনগনের সেবা করে যাব। দোয়া করবেন, আল্লাহ্ যেন আমাকে সে তৌফিক দান করেন, আমিন!