প্রেস বিজ্ঞপ্তি, বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমি উন্নয়নের স্বার্থে মাঠে নেমেছি। আমি মানুষের স্বার্থে মাঠে নেমেছি। গনতন্ত্রের স্বার্থে মাঠে নেমেছি। দুঃশাসন ও মানুষের ভোটের অধিকার হরনের এই প্রতীক নৌকার বিপক্ষে এবার মানুষ গনরায় দিবে বলে আমি প্রত্যাশা করি।
তিনি বলেছেন, আইভী নিজের দলের নেতাকর্মীদের থেকে বিচ্ছিন্ন। সে মানুষের ভোট পাবে কিভাবে সে তো নিজের নেতাকর্মীদের ভোটই পাবেনা। তার দলের তৃনমূলও এবার তাকে চায়নি। দলের নেতাকর্মীরা তার সাথে নেই, মানুষ তার সাথে নেই। গতবার বিএনপির ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন, এবার বিএনপির একটি ভোটও তার বাক্সে যাবেনা। ২০ দলের নেতাকর্মীরা সহ সবাই ধানের শীষের সঙ্গে রয়েছে।
নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত কিন্তু নারায়ণগঞ্জে শ্রমিকদের জন্য থাকার ব্যবস্থা নেই, শ্রমিকদের চিকিৎসার কোন ব্যবস্থা নেই। এখানে দেশের বিভিন্ন স্থানে থেকে শ্রমিকরা কাজ করতে আসে। আমি নির্বাচিত হলে শ্রমিকদের জন্য থাকা ও তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহন করবো। উন্নয়নকে প্রাধান্য দিয়েই আমি কাজ করে যাবো। কাজের ক্ষেত্রে দল, ব্যক্তিকে কখনোই প্রাধান্য দেবনা।
বুধবার দুপুরে কিল্লারপুলে এলাকায় সাংবাদিকদেরকে তিনি এসব বলেন। তিনি বলেন, আমি সবসময় নির্যাতিত মানুষের পক্ষে ছিলাম। সামনেও থাকবো।