বিজয় বার্তা ২৪ ডট কম
কলগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধাণ বলেছেন ,আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি আপনাদের ভোটের মর্যাদা বজায় রাখাবো ইনশাল্লাহ। আগামী ২ বছরের মধ্যে আমি কলাগাছিয়া ইউনিয়নের সকল কাজ সম্পন্ন করার চেষ্টা করবো।
শুক্রবার সন্ধায় ইউনিয়নের চরঘারমোড়া এলাকাবাসী আয়োজিত সংবর্ধণানুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেলোয়ার প্রধাণ আরো বলেন,আমরা যে এমপি পেয়েছি তিনি একজন অলি আল্লাহ। জাকির শাহ কেমন পীর তারচেয়ে অনেক উর্দ্ধে আমাদের প্রিয় এমপি সেলিম ওসমান। জাকির শাহ কোন মসজিদ-মাদ্রাসা,মন্দির কিংবা রাস্তা-ঘাট কিছুই করেননি। মাননীয় এমপি মহোদয় আমাদের পদে পদে উন্নয়ন করে চলেছেন। মসজিদ-মাদ্রাসা,স্কুল-কলেজ,রাস্তা-ঘাট কোন কিছুতেই অপূর্ণতা নেই। তাকে পেয়ে আমরা সত্যিকার অর্থেই ধন্য হয়েছি। তার ছায়া থাকলে আমার বিশ্বাস আগামী ৫ বছরে কলাগাছিয়া ইউনিয়ন একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত হবে। টিআর কাবিখা এমপিরা নিজেদের লোকজনকে ভাগ করে দিয়ে দেন অথচ উনিই একমাত্র এমপি এসব বরাদ্ধ কেবলই উন্নয়নের জন্য ব্যায় করেন। আমার কাছে শুধু চরঘারমোড়া নয় কলাগাছিয়া ইউনিয়নের যে,৭৫টি মসজিদ,১৭টি প্রাথমিক বিদ্যালয়,৫টি উচ্চ বিদ্যালয় সব আমার কাছে সমান। আমাকে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এমপি সাহেবের হাতে পায়ে ধরে হলেও উন্নয়ন করবোই করবো। দেলোয়ার প্রধাণ আরো বলেন,আপনাদের সহযোগিতা পেলে কোন মাদক ব্যবসায়ীকে এই কলাগাছিয়া ইউনিয়নে থাকতে দেয়া হবেনা। প্রয়োজনে তাদেরকে কলাগাছিয়া ইউনিয়ন থেকে বাড়ি-ঘর ভেঙ্গে বিতাড়িত করা হবে। মাদকসেবী-ব্যবসায়ী সন্তানদের কারণে মায়েরা অনেক কষ্টভোগ করে থাকেন আমরা আর মায়েদের কষ্ট দেখতে চাইনা,সমাজে মাদক আর কোন যুবককে গ্রাস করুক। এই ইউনিয়নে যতগুলো সংগঠন আছে আমি তাদেরকে আহবান করবো আপনারা সংগঠনের মাধ্যমে তরুন ও যুবকদেরকে সংঘটিত করলে আপনাদেরকে আমি পুরুস্কৃত করবো। এজন্য তারা যা চাইবে তাই আমি দেবো। চরঘারমোড়া এলাকার বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ সামসুল হক মাষ্টারের সভাপতিত্বে স্থানীয় ঘারমোড়া সড়কে আয়োজিত সংবর্ধণানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদনস্য মোঃ হাবিবুর রহমান হাবিব,৮নং ওয়ার্ডের সদস্য মোঃ মফিজুল ইসলাম,সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের সদস্য হাসিনা আক্তার পলি,চর ঘারমোড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আবদুল মতিন বাবুল,সহ-সভাপতি নাজমুল হক শাহিন,যুগ্ম সম্পাদক মোঃ আতিকুল ইসলাম রতন,চরঘারমোড়া উত্তরপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি সালেহ আহাম্মদ,চরমঘারমোড়া পঞ্চায়েত ১নং সদস্য মাহবুবুল হক সেলিম ও মোঃ পনির মোল্লা। কলাগাছিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মোঃ লিয়াকত আলীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোঃ শাহিন,হাজী মোঃ মিজানুর রহমান,কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা,কলাগাছিয়া ছাত্র সমাজ নেতা মোঃ সুমন মোঃ বাচ্চু মিয়া,মোঃ সিরাজ মিয়া,মোঃ সুরুজ মিয়া প্রমুখ। পরিশেষে চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধাণকে বিগত ৫ বছরে উন্নয়নের রূপকার হিসেবে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। পরে তিনি চর ঘারমোড়া বন্ধন সমাজ কল্যাণ সংগঠনের কার্যালয় পরিদর্শণ করেন। সেখানে গিয়ে সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমময় করেন।