বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
এখনও সবার মনে দাগ কেটে বেড়ায় ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ছবি। অনেক সাফল্য পাওয়া সেই সিনেমায় আরও দুইটি মানুষ ছিলেন যারা এই সিনেমার মাধ্যমেই তাদের বলিউড ক্যারিয়ার শুরু করেছিলে। তারা হলেন বলিউডের মি. পারফেকশনিস্ট আমির খান এবং জুহি চাওলা। একসঙ্গে কাজ করেছেন প্রায় এক ডজনেরও বেশি ছবিতে। কিন্তু হঠাৎ আমিরকে শয়তান বলে দাবি করলেন জুহি চাওলা!
সম্প্রতি এক সাক্ষাৎকারে জুহি বলেন, আমির খান বাইরে থেকে দেখতে নিষ্পাপ হতে পারেন, কিন্তু, আসলে তিনি নাকি ভীষণ শয়তান। আর এই মন্তব্যকে ঘিরেই জোর জল্পনা শুরু হয়। হঠাৎ এমন কি করলেন আমির, যে তাঁর এতদিনের ভালো বন্ধু জুহি তাঁকে গালমন্দ শুরু করলেন? কারণটা অবশ্য খোলসা করেছেন জুহি।
ঘটনা তেমন কিছু নয়। জুহি জানিয়েছেন, ‘তুম মেরে হো’ নামের একটি ছবিতে আমিরের সঙ্গে তিনি শুটিং করছিলেন। সে সময় আমির তাঁকে ভয় দেখানোর জন্য তাঁর পেছনে সত্যিকারের একটি সাপ ছেড়ে দিয়েছিলেন। আর সেই থেকে জুহির কাছ থেকে শয়তান খেতাব পেয়েছেন।