বিজয় বার্তা ২৪ ডট কম
আমাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাসহ সবদিক দিয়ে থাকতে হবে। খেলাধূলা মানুষকে সুন্দর রাখে। আমাদের নিজেদের জীবনও খেলাধূলা দিয়ে শুরু হয়েছে। আমার রাজনৈতিক জীবনও কিন্তু খেলাধূলা দিয়ে শুরু হয়েছে। কলেজে যখন পড়তাম প্রথমে কেউ আমাকে চিনতো না। টেবিল টেনিসে যখন চ্যাম্পিয়ন হলাম, ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হলাম তখন সবাই জিজ্ঞেস করলো এই লম্বুটা কে? তখন সবাই জানলো আমি কার ছেলে। তার আগে কেউ জানতো না আমি একেএম শামসুজ্জোহার ছেলে। কারণ আমার বাবার নিষেধ ছিলো।
শনিবার(১৪সেপ্টেম্বর) বিকেলে ইসদাইরের ওসমানী পৌর স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ড কাপ(অনুর্ধ্বÑ১৭) টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান একথা বলেন।
তিনি বলেন, এই খেলাধুলা হচ্ছে একটা এম্বাসেডর। বাংলাদেশের নাম হয়ত আগে অমনভাবে শুনে নাই শুধু বঙ্গবন্ধুর নাম শুনেছে তারাও আজকে ক্রিকেটের কারণে বাংলাদেশকে চিনে এবং শ্রদ্ধারা সাথেই দেখে। এই আয়োজন করা হয়েছে আমাদের নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে উৎসাহিত করা। যাতে করে হলো তৃণমূল থেকে একদম গ্রাম-গঞ্জ শহর থেকে যারা সুযোগ পায় না তাদের তুলে নিয়ে আসা। যাতে করে ফুটবলের সেই সোনালী অতিত আবারো যাতে ফিরে আসে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিককে ধন্যবাদ জানিয়ে সাংসদ বলেন, ্ ছোট একটি অনুষ্ঠান কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই এখানে রুচির প্রমাণ পাওয়া গেছে। এই রুচির প্রমাণ তখনই পাওয়া যায় যখন সরকারি কর্মকর্তা রুচিবান হন। তার উদ্যোগ যদি থাকে তখনই এই অনুষ্ঠানগুলি এমন জমজমাটভাবে উদযাপিত হয়। বন্ধু চন্দন ও রনি সেভাবে একদিনের মধ্যে থিম মিউজিক তৈরি করে উপস্থাপন করলো। এতে উপস্থিত সবাই উৎসাহিত হয়েছে, আমি নিজেও উৎসাহিত হয়েছি।
বক্তব্য শেষে ফাইনালে মুখোমুখি হয় কাশিপুর ইউনিয়ন পরিষদ ও বক্তাবলী ইউনিয়ন পরিষদ। খেলায় বক্তাবলী ইউনিয়ন পরিষদকে ২-০ গোলে হারায় কাশিপুর ইউনিয়ন পরিষদ। পরে চ্যাম্পিয়ন ও রার্নাস আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দন শীল, রবিউল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান এম শওকত আলী, ফতুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, আলীরটেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, গোগনগর ইউপি চেয়ারম্যান নওশাদ আলী, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, অ্যাথলেটিক ফেডারেশন নারায়ণগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ আহাম্মেদ লিটন, থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হক, সাধারন সম্পাদক মান্নান প্রমুখ।