বিজয় বার্তা ২৪ ডট কম
আমার নাম শামীম ওসমান। আমি কথা বললে একজনের সাথে বুঝি সে হল আমার মা শেখ হাসিনার সাথে। সব ব্যাপারে ছাড় দিবো, পিছন দিয়ে কোপ দিবেন দেন, গুলি করবেন মারার লেইগা, মারেন মাপ চাইবেন মাপ কইরা দিব কিন্তু মাদক-সন্ত্রাস ছাড়বোনা। ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার সন্ধায় বন্দর থানা আওয়ামীলীগ কর্তৃক বন্দরের মুক্তিযুদ্ধের সমরক্ষেত্রে আয়োজিত মতবিনিময় সভায় প্রধাণ অতিথি’র বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা মাদক-সন্ত্রাস বন্ধ করবো। পুলিশ না করলে থানা ঘেরাও করবো। আমি নিজে মাঠে নামবো। আল্লাহর নামে শপথ করে বলছি মাদক ছাড়ব না। যে যেই দল করুক না কেন আমি কিছু কেয়ার করি না। মামলা খাইলে আমি খাব দরকার পরে হাতে পায়ে গুলি করে দিব। যা হয় হবে ইনশাআল্লাহ মাদক বেচতে দিমুনা।
শামীম ওসমান আরো বলেন, আমরা দেখবো কার মধ্যে কি সমস্যা। টোটালটা ভিডিও করা হবে। আমি বিশ্বাস করি এই এলাকার আওয়ামীলীগের যতজন ক্যান্ডিডেট আছেন ছেলে এবং মেয়ে সবক’টাই পাশ করবে ইনশাল্লাহ। কি করতে হবে পরে বুঝবো। তবে এক থাকতে হবে সবাইকে। কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কোন জায়গায় লাইন দেয়ার চেষ্টা করেন লাইন থাকবে কালেকশান থাকবেনা। যা কিছু আওয়ামীলীগ করবে আওয়ামীলীগের সিদ্ধান্তে চলবে। আওয়ামীলীগ পরজীবি দল না যে মাইনসের উপর দিয়া চলে আওয়ামীলীগ নিজের পায়ে চলে। আওয়ামীলীগের কর্মীর অভাব নাই। আওয়ামীলীগের কর্মী টাকার কাছে নেতা বিক্রি হয় কিন্তু কর্মী বিক্রি হয়না। আর আমি আওয়ামীলীগের কর্মী।