নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এড.আলহাজ্ব আবুল কালাম বলেছেন,বর্তমানে জনবিচ্ছিন্নতা অবস্থায় রয়েছি। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একাত্তুরের মহান স্বাধীনতা যুদ্ধের ৪৫ বছর পরে এসেও আমরা বলতে পারিনা স্বাধীন। বর্তমানে আমাদের ক্রান্তিকাল অতিক্রম হচ্ছে। এ দিনটি থাকবেনা,একদিন না একদিন এ থেকে উত্তরণ হবোই ইনশাল্লাহ। শুক্রবার বিকেল ৪টায় বন্দরের আসন্ন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত মত বিনিময় সভায় প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,ধানের শীষ নিয়ে অতীতে নির্বাচন করেছি। আপনাদের ম্যান্ডেট নিয়ে নির্বাচনে পাশও করেছি। আজকে যারা ধানের শীষের নির্বাচন করতে যদি দ্বিধা-দ্বন্ধে ভোগেন তাদের সেই মানুষিকতার পরিবর্থণ ঘটাতে হবে। এই মুহুর্তে কোন প্রার্থী ঘোষণা দিয়ে তাদে বিপদগ্রস্থ করা ঠিক হবেনা। আগে সবার সঙ্গে আলোচনা ও মতবিনিময় করে সংগঠিত করে তুলি তারপরে প্রার্থী নির্ধারণের মাধ্যমে মনোনয়ন দেয়া হবে। আপনারা দেখেছেন ওয়ান ইলেভেনের পর আমাদের মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আন্দোলন শুরু করেছেন বক্তব্য ছিল একটাই এদেশের মানুষ যেন গণতন্ত্র চর্চায় তাদের অধিকার আদায় করতে পারে। কিন্তু আমাদের হাত থেকে সেই গণতন্ত্র ছিনতাই হয়ে গেছে। কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে আলীনগরস্থ বালুর মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল। কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাফেজ আহাম্মদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর (শহর) বিএনপি’র সভাপতি আজহারুল হোসেন বুলবুল,সহ-সভাপতি মোঃ পিয়ার জাহান,সাধারণ সম্পাদক কামরুজ্জান বাবুল মেম্বার,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর তথা বিএনপি নেতা সুলতান আহাম্মদ ভূইয়া,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী মহিউদ্দিন শিশির,সোনাকান্দা ২০ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন স্বপন,বিএনপি নেতা এড.আনিসুর রহমান মোল্লা,মোঃ শহীদ মেম্বার,কাবিল হোসেন,নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আওলাদ হোসেন,বন্দর থানা যুবদলের সভাপতি মোঃ মোশারফ হোসেন,নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত আহমেদ,কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম,মোঃ জাকির হোসেন,২০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল জব্বার পাঠান,২২ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি পাপ্পু আহমেদ,কলাগাছিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ আশাবুদ্দিন,যুবদল নেতা মোরশেদ আলম,স্বেচ্ছাসেবক দল নেতা,নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবি দলের সহ-সভাপতি দেলোয়ার শাহ,ঋৃষিকেষ মন্ডল মিঠু,ছাত্রদল নেতা রাকিব হাছান রাজ প্রমুখ।