বিজয় বার্তা ২৪ ডট কম
মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন বলেন, রাজনীতি করতে এসেছি লাভের জন্য না । আমাদের রাজনীতি দুঃখি মানুষের মুখে হাসি ফোটাতে । অতীতের চেয়ে বর্তমানে স্বেচ্ছাসেবক লীগ সুসংগঠিত ও ঐক্যবদ্ধ । আমাদের অভিভাবক জননেতা একেএম শামীম ওসমান । একটাই লক্ষ্য জননেতা শামীম ওসমানের নেতৃত্বে আগামীতে আবারও আওয়ামীলীগ কে ক্ষমতায় আনতে স্বেচ্ছাসেবক লীগ কাজ করতে হবে ।
বুধবার ( ১৮ জুলাই ) শহরের দুই নং রেল গেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আগামী ( ২৭ জুলাই ) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন । তিনি বলেন, কিছু কিছু জামাত বিএনপির লোক ঢুকে আমাদের সংগঠনের দূর না করছে । তাই আমাদের সজাগ থাকতে হবে । আর কোন ইয়াবা নেশা খোর আমাদের সংগঠনে ঠাঁই দিবো না । আগামী ২৭ জুলাই বন্দরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে । সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে হবে ।
বিশেষ অতিথির বক্তব্য মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান বলেন, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জননেতা একেএম শামীম ওসমানের নেতৃত্বে সব সময় রাজপথে আছি এবং থাকব । আগামী ২৭ জুলাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সবাই ঐক্যবদ্ধ হয়ে পালন করবো ।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম পলাশের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সহ সভাপতি মানিক শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক সঞ্চয় রহমান, মুরাদ হোসেন মুক্তার, মাকসুদ হোসেন রকি,দপ্তর সম্পাদক ইমরানুর রশিদ,সহ-দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রেসিন, প্রচার সম্পাদক আলামিন, সহ-প্রচার সম্পাদক উজ্জ্বল চন্দ্র দে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী ওয়াসিম, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ মামুন, কার্যনির্বাহী সদস্য জসিম খন্দকার, রফিকুল ইসলাম চান্দু, আব্দুল খালেক, আবু বক্কর সিদ্দিক বাবু, নাদিম শেখ, রাকিবুল ইসলাম সুমন, মোঃ নাদিম, শামীম সহ অনেকেই ।