বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু মানেই বাংলার রাখাল রাজা তিনি ছিলেন আমাদের অহংকার। বাঙ্গালী জাতির ভাগ্যোন্নয়নে এই বঙ্গবন্ধুই স্বপ্নের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন।
পনেরই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে বন্দর উপজেলা ছাত্রলীগ নেতা শেখ সুমনের উদ্যোগে পশ্চিম কল্যান্দী সমাজ কল্যাণ ক্লাবে আয়োজিত দোয়াপূর্বক আলোচনা সভায় প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সানি আরো বলেন, ৭৫’রে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশে আর্ন্তজাতির্ক চক্রান্তের অনুপ্রবেশ ঘটেছে। তারই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীর পেট্রোল বোমা এবং বর্তমানে জঙ্গী বাহিনীর তান্ডব দেশে বিরাজমান রয়েছে। জঙ্গী-জামায়াতের কবর রচনার মধ্য দিয়ে আমাদেরকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন,সহ-সভাপতি আলী আকবর,মিনহাজুল ইসলাম রিয়াদ,সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু,যুগ্ম সম্পাদক নূরে আলম রঞ্জু,আজিজুর রহমান,মিজানুর রহমান সজিব,গণ সংখ্যা বিষয়ক মোঃ মামুন ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনির হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ দেওয়ান সিয়াপ,ঢাকা বিভাগীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা শাখা’র যুগ্ম সম্পাদক আক্তার সজল এতে দোয়া পরিচালনা করেন পশ্চিম কল্যান্দী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আবুল কালাম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন শেখ শামীম,মুরাদ হোসেন,সোহান প্রধাণ ও মোঃ মোরসালিন।