বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন বলেছেন, আমরা নারায়ণগঞ্জে মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। মানসম্মত শিক্ষা বলতে জিপিএ-৫ পাওয়া নয়। মানসম্মত শিক্ষা হলো লেখাপড়া করে ভাল রেজাল্ট করবো এবং নিজেকে সু-যোগ্য সন্তান হিসাবে প্রতিষ্ঠা করবো। আমরা এমন শিক্ষা করবো না যাতে করে আমার মাকে বিদ্ধাশ্রম পাঠাতে হয়।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, চিত্রাংকন প্রতিযোগিতা এবং রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের বিজিবি-৬২ (বেটালিয়ান) এর অধিনায়ক মেজর হাবিব ইবনে জাহান, সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহম্মেদ, চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোরশেদ সারোয়ার ফয়েজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এদিকে দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর আদলে মুজিবকোর্ট পড়ে ৭ই মার্চের ভাষণ দেন। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ছবি ও লাল সবুজের পতাকা অঙ্কন করে।
এদিকে উপজেলার স্বাস্থ্য বিভাগের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই উপহার দেন এবং সকল শিক্ষার্থীদের মাঝে সেই বই তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন।