বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট এর পক্ষে থেকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ এর নব নির্বাচিত সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাইকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে এই শুভেচ্ছা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাজাহান ভূঁইয়া জুলহাস, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মো. আয়েত আলী, মুক্তিযোদ্ধা মো. আবদুল মতিন, সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা এহসান কবির রমজান, মুক্তিযোদ্ধা মো. নুরুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা, মুক্তিযোদ্ধা ওহাব আলী প্রমূখ।