নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ বলেছেন,বন্দরে আওয়ামীলীগকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল আজকে সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। নৌকা কোন সাধারণ মার্কা নয় নৌকা জাতির জনক বঙ্গবন্ধুর মার্কা,নৌকা জননেত্রী শেখ হাসিনার মার্কা। বন্দরের অন্যান্য ইউনিয়নের মতো কলাগাছিয়া ইউনিয়নেও নৌকার জয় নিশ্চিত ধরে রাখুন। শুক্রবার বিকেল ৪টায় কলাগাছিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত কর্মীসভায় প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। এম এ রশীদ আরো বলেন,যারাই নৌকার বিপক্ষে প্রার্থীতা করছে তারা আবেগে পড়েছেন। আসলে আবেগ দিয়ে অনেক কিছু করা যায় জয় হওয়া যায়না। আমাদেরকে মনে রাখতে হবে কোন জাতি সুশৃঙ্খল না হলে উন্নতি সম্ভব নয়। জননেত্রী শেখ হাসিনা আওয়ামীলীগকে সুশৃঙ্খল হিসেবে গড়ে তুলেছে বলেই দেশ আজ উন্নতির দিকে ধাবিত হচ্ছে সুতরাং আওয়ামীলীগের প্রার্থীদের নির্বাচিত করলে উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে। স্থানীয় কল্যান্দীস্থ পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪,৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান জজের সভাপতিত্বে।