স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
আগামী ৬ মাসের মধ্যে আবাসিক এলাকা থেকে হাসপাতালসহ সব শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে মন্ত্রিসভায়। এরপর আর কখনো অনুমতি ছাড়া আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না।
সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
পরে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।
এ ছাড়া বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে গ্রাহকের আঙ্গুলের ছাপের তথ্যের অপব্যবহার করলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরকে ৩০০ কোটি টাকা জরিমানার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
এদিকে কোর্ট অফ সিভিল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৬ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা।