বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিস আয়োজিত নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ ২০১৭ইং হিসাবে নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করছেন নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহ। তিনি বর্তমানে সরকারী তোলারাম কলেজের অধ্যক্ষ হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। বেলা রানী সিংহ দায়িত্বভার গ্রহণের পর থেকে কলেজের শিক্ষার মান সহ বিভিন্ন উন্নয়ন অব্যাহত রেখেছেন। ইতিপূর্বে বেলা রানী সিংহ নারায়ণগঞ্জ জেলাস্থ আড়াইহাজার উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও বেলা রানী সিংহ ২০১৮ইং সালের জাতীয় শিক্ষা সপ্তাহে উপলক্ষে আয়োজিত প্রতিযোগীতায় শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন।
বেলা রানী সিংহ ১৯৬৩ইং সালে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার গাংধাইর গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষকতা জীবনে বহু সুনাম ও বিভিন্ন পর্যায়ে পুরস্কৃত হয়েছেন তিনি।