বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডার মামলার ফাঁসির দন্ডদেশ প্রাপ্ত আসামী নূর হোসেনকে একটি মামলায় আদালতে হাজির করা হয়েছে। আদালতে চাঁদাবাজি, জমি দখলসহ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। ২২ জানুয়ারি রোববার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) জাসমিন আহমেদ জানান, ‘নূর হোসেনের বিরুদ্ধে সাত খুন ছাড়াও বিভিন্ন অভিযোগে আরো আটটি মামলা রয়েছে। রোববার চাঁদাবাজির দুইটি ও মাদকের একটি মামলায় হাজির করা হয়। নূর হোসেনের সঙ্গে সহযোগী আলী মোহাম্মদ ছিল।’ এদিন মাদক মামলায় একজন ও চাঁদাবাজির দুইটি মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
এদিকে মাদক মামলায় এদিন আদালতে প্রতিবেদন জমা না দেয়ায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ওসির কাছ থেকে কারণ জানতে তাকে শোকজ করা হয়েছে। অপরদিকে চাঁদাবাজীর মামলায় সাক্ষ্যগ্রহণের সময়ে জসিম নামের একজন আদালতে মিথ্যা সাক্ষ্য প্রদান করায় বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে তাকে কড়া পুলিশি পাহারায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের ওই আদালতে আনা হয়।
প্রসঙ্গত,১৬ জানুয়ারি সোমবার আলোচিত সেভেন মার্ডার মামলায় ক্ষমতাসীন দলের নূর হোসেন ও র্যাব’র উচ্চপদস্থ ৩ কর্মকর্তাসহ ২৬ জনের ফাঁসির দন্ডাদেশ ঘোষণা করেন আদালত।