বিজয় বার্তা ২৪ ডট কম
আবারো নারায়ণগঞ্জের শহর জুড়ে আলোচনায় বিএনপি নেতা জাকির খাঁন। তাকে নিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গণে চলছে নানা আলোচনা। অনেকেই ধারনা করছেন জাকির খান দেশে ফিরে আসলে নারায়ণগঞ্জ বিএনপি পাল্টে যেতে পারে দৃশ্য পট। ইতিমধ্যেই তিনি একটি অনলাইন পত্রিকায় স্বাক্ষাতকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন তারেক রহমান চাইলে তিনি নাসিকের মেয়র নির্বাচন করবেন। এদিকে নাসিক নির্বাচনও এগিয়ে আসছে। তাই ধারনা করা যাচ্ছে তিনি অতিশীঘ্রই নারায়ণগঞ্জ ফিরে আসবেন।
অনলাইন পত্রিকায় জাকির খাঁনের স্বাক্ষাতকারটি হুবহু তুলে ধরা হল।
নারায়ণগঞ্জ বিএনপি’র আলোচিত নেতা জাকির খাঁন ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত নাঃগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন, বর্তমানে তিনি মহানগর বিএনপির অন্যতম শীর্ষ নেতা। তার দল বিএনপি দেশের রাষ্ট্র্রীয় ক্ষমতার বাইরে থাকায় ১ যুগেরও বেশী সময় ধরে দেশের বাইরে অবস্থান করে রাজনীতিতে ভূমিকা রেখে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন ও তারেক রহমানের আস্হাভাজন হিসেবে পরিচিত জাকির খাঁন। দীর্ঘ দিন দেশের বাইরে থাকায় প্রকাশ্যে তাকে তেমন ভাবে কেউ দেখতে পায় নি এমনকি সংবাদ কর্মীরাও তাকে খুজেঁ পায় নি। অবশেষে তিনি বিএনপির রাজনীতি সহ নাঃগঞ্জের বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেছেন এই অনলাইন গনমাধ্যমের এর সাথে।
প্রশ্ন: জাকির খাঁন আপনি কেমন আছেন আর কত বছর যাবৎ আপনি দেশের বাইরে আছেন?
জাকির খাঁনঃ আমি ও আমার দেশের মানুষ আমরা কেউ ই এখন ভালো নেই, বর্তমান আওয়ামী সরকারের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এ সরকার আইন -আদালত কে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে, ৪ বারের সফল প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করেছে রেখেছে, সারাদেশে বিএনপির লাখ লাখ নেতা-কর্মীর নামে মিথ্যা, ষড়যন্ত্র মূলক, গায়েবী মামলা দিয়েছে, আমাদের দলের নেতা-কর্মীদের বিনা দোষে কারা বন্দী করে রেখেছে । আওয়ামী সরকার এখন পুরো দেশটা কে কারাগারে পরিনত করে ফেলেছে। ছাত্রলীগ -যুবলীগ আর পুলিশ লীগের মাধ্যমে আমার দলের নেতা-কর্মীদের উপর চলছে নির্যাতন -হয়রানী, বাড়ী ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বিএনপির লোকজন । গণতন্ত্র এখন পুলিশের বুটের তলায় বন্দী হয়ে পড়েছে, ব্যবসায়ীরা আতংকে ব্যবসা করছে, দেশে গুম, খুন, ধর্ষন, রাহাজানি, চাদাঁবাজী ব্যাপক হারে বেড়েছে আর মাদকের গণ জোয়ারে এখন ভাসছে বাংলাদেশ । বিএনপির অনেক নেতা গুমের শিকার হয়েছেন, বিনা বিচারে প্রান কেড়ে নেওয়া হয়েছে বিএনপির অনেক নেতার এসব কারনে দলীয় হাই কমান্ডের নির্দেশে আমি প্রায় ১ যুগেরও বেশী দিন যাবৎ বাংলাদেশের বাইরে অবস্থান করছি।
প্রশ্ন:কবে নাগাদ দেশে যাবেন আর প্রবাসে থেকে আপনি কিভাবে বিএনপির রাজনীতিতে ভূমিকা রাখছেন ?
জাকির খাঁনঃ আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাইয়ের নির্দেশ পেলেই আমি দেশে ফিরবো ইনশাল্লাহ্ । আর আমি বিদেশে থাকলেও প্রতিনিয়ত আমার রাজনৈতিক সহযোদ্ধাদের সাথে যোগাযোগ রাখছি, আমার রাজনৈতিক সহযোদ্ধারা বিএনপির প্রতিটি কর্মসূচী পালন করছে, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে আমি প্রত্যক্ষ, পরোক্ষ ভাবে শামিল রয়েছি কারন আমাদের একমাত্র লক্ষ্য বেগম জিয়া কে আন্দোলনের মাধ্যমে কারা মুক্ত করে তার নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করা,আর বেগম খালেদা জিয়া মুক্তি পেলে বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পাবে।
প্রশ্ন: বর্তমানে নাঃগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব অনেক টা দূর্বল রয়েছে, আপনার দলের অনেকে মনে করছেন আপনি দেশে এসে রাজপথে থেকে নেতৃত্ব দিলে দলের গতি ফিরবে এবং এ জেলায় বিএনপি অনেক শক্তিশালী হবে এ বিষয়ে আপনার মতামত কি?
জাকির খাঁনঃ বর্তমানে যারা নাঃগঞ্জ বিএনপির নেতৃত্বে রয়েছে তারা প্রায় সবাই দলের ত্যাগী, নির্যাতিত, পরীক্ষিত এবং দক্ষ সংগঠক বলে আমি মনে করি । সারা দেশের মতো এ জেলাতেও সরকারী দলের ক্যাডার ও পুলিশ লীগের বাধাঁর মাঝেও আমাদের নেতা-কর্মীরা দলের সকল কর্মসূচী পালন করে যাচ্ছে । বিএনপির নেতা -কর্মীদের বিরুদ্ধে অসংখ্য গায়েবী মামলা দায়ের করা হয়েছে, কারাগারে রয়েছে এখনো অনেক নেতা-কর্মী। তারপরেও আমরা রাজপথে নামছি যদিও আমাদের কোনো ধরনের জনসভা, মিছিল -মিটিং করতে দিচ্ছে না ।পুলিশ বাধাঁ সৃষ্টি করে যাচ্ছে সব সময়। আর বিএনপি অতীতের চেয়ে এখন আরো বেশী জনপ্রিয় ও শক্তিশালী অবস্থানে রয়েছে এ জেলায় এর প্রমান আপনারা দেখতে পারবেন যখন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ভাবে নির্বাচন হবে তখনি দেখতে পাবেন বিএনপির জনপ্রিয়তা ।
প্রশ্ন: অভিযোগ রয়েছে নাঃগঞ্জের বিএনপির অনেক নেতা এখন সরকারী দলের সাথে আঁতাত করে চলছে, বিভিন্ন সুযোগ -সুবিধা ভোগ করছে। তাদের কারনে অনেক তৃনমূল নেতা-কর্মীরা হতাশ এবং এতে তাদের মধ্যে বিভিন্ন সময়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
জাকির খাঁনঃ যারা বর্তমান জালিম সরকারের সাথে আঁতাত করে বিএনপিতে রয়েছে তারা এ যুগের মীর জাফর তাদের এ সংখ্যা নগণ্য, বিএনপির ৯৯ ভাগ নেতা -কর্মী দলের নিবেদিত প্রান। এখন যারা আওয়ামী সরকারের দালালী করছেন তাদের সাথে গোপন আতাঁত করে সুবিধা ভোগ করে যাচ্ছেন তাদের বিষয়ে তারেক রহমান সাহেব অবগত রয়েছে। আগামীতে তাদের দলীয় অবস্থান কি হবে সেটা সময় বলে দিবে, আমি আমরা রাজনৈতিক সহযোদ্ধা দলের ত্যাগী, পরীক্ষিত, নেতা-কর্মীদের কাছে অনুরোধ করবো আমরা সকল মান -অভিমান ভূলে গিয়ে ঐক্যবদ্ধ্য থেকে দেশ মাতা বেগম খালেদা জিয়া’র মুক্তির আন্দোলনে শামিল হয়ে দ্রুত সময়ে তাকে কারা মুক্ত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বেগম জিয়ার হাত কে শক্তিশালী করে তুলি ।
প্রশ্ন: নাঃগঞ্জ বিএনপিতে একাধিক গ্রুপিং সৃষ্টি হয়েছে যে কারনে এখন এ জেলায় বিএনপি সাংগঠনিক ভাবে দূর্বল রয়েছে এ বিষয়ে আপনার বক্তব্য কি ?
জাকির খাঁনঃ আমি বিশ্বাস করি না নাঃগঞ্জের বিএনপিতে গ্রুপিং রয়েছে, আমরা সবাই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশ বুকে ধারন করে দেশমাতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ্য হয়ে বিএনপির রাজনীতিতে রয়েছি । সাংগঠনিক ভাবে আমরা তৃনমূল পর্যায় পর্যন্ত কাজ করতে পারছিনা সরকারী দলের ক্যাডার ও আওয়ামী পুলিশের বাধাঁর কারনে এ ক্ষেত্রে সাংগঠনিক কোনো দূর্বলতা আমি দেখি না ।
প্রশ্ন: আপনি তো দীর্ঘ দিন জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন আপনার সময়ের ছাত্র দল আর আজকের জেলা ছাত্র দলের মধ্যে পার্থক্য কতটুকু আর বর্তমান ছাত্র দলের নেতৃত্ব কেমন ?
জাকির খাঁনঃ দেখুন আমি যখন জেলা ছাত্র দলের সভাপতি ছিলাম তখন আমি প্রতিটি ইউনিয়ন, থানা এবং উপজেলা, মহানগর কমিটিতে মেধাবী, সৎ এবং দক্ষ দের নিয়ে ছাত্র দলের কমিটি করে দিয়েছিলাম, আমার সময়ে যারা ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে ছিলো আজ তাদের অনেকেই জেলা বিএনপি, মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, মৎস্যজীবি দলে নেতৃত্ব দিচ্ছে । বর্তমানে জেলা ও মহানগর ছাত্র দলের নেতৃত্বে যারা রয়েছে তারা সকলেই মেধাবী, সৎ, দক্ষ। আশা করি তাদের মাধ্যমে এ জেলার ছাত্র দলের রাজনীতি আমাদের চেয়েও আরো বেশী শক্তিশালী হবে পাশাপাশি বিএনপির আগামী নেতৃত্বে এরা নিজেদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করবে।
প্রশ্ন: আপনি নাঃগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার একজন স্থায়ী বাসিন্দা হিসেবে কি মনে করেন যে, মেয়র হিসাবে ডাঃ সেলিনা হায়াত আইভী কতটা সফল ?
জাকির খাঁনঃ আমার প্রিয় নাঃগঞ্জ প্রাচ্যের ডান্ডি হিসাবে এক সময় পরিচিত ছিলো, আমরা একটি সুন্দর, আধুনিক বাস যোগ্য শহর হিসাবে দেখতে চেয়েছিলাম নাঃগঞ্জ শহর কে।কিন্তু মেয়র আইভী এসব কিছুই করতে পারে নি। সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন, জাইকার সহযোগিতা থাকার পরেও কিন্তু এ শহরে একটি উন্নত মানের পার্ক, আধুনিক হাসপাতাল, মান সম্মত বিশ্ব বিদ্যালয়, স্কুল এখনো গড়ে উঠে নি। আমি এক কথায় বলবো মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী একজন ব্যর্থ মেয়র ।
প্রশ্ন: নাঃগঞ্জ মহানগরে অতীতে দুই বার বিএনপির সমর্থিত, মনোনীত প্রার্থী নূরুল ইসলাম সরদার ও এডঃ শাখাওয়াত হোসেনকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছে আইভী, আগামীতে বিএনপি থেকে যদি আপনাকে মেয়র পদে মনোনীত করে সে ক্ষেত্রে আপনার ভূমিকা কি থাকবে?
জাকির খাঁনঃ আমার নেতা তারেক রহমান সাহেব যদি আমাকে যোগ্য মনে করে, দল যদি আমাকে মনোনয়ন দেয় নাঃগঞ্জ বাসীর স্বার্থে মেয়র কেন যে কোনো পর্যায়ের নির্বাচনে আমি অংশ গ্রহন করবো ইনশাল্লাহ্ ।
প্রশ্ন: সেলিম ওসমান ও শামীম ওসমান এমপি হিসাবে কতটা সফল বলে আপনি মনে করেন?
জাকির খাঁনঃ সেলিম ওসমান সাহেব একজন ব্যবসায়ী তিনি নাসিম ভাই (প্রয়াত এমপি নাসিম ওসমান) মৃত্যু বরন করায় এমপি হয়েছেন আর শামীম ওসমান সম্পর্কে বলবো, তার কথার ফাঁকা বুলি নাঃগঞ্জ বাসী এখন বিশ্বাস করে না কারন নাঃগঞ্জ বাসী এখন অনেক সচেতন, অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন হলে জনগনের রায়ে বুঝবেন তারা সফল না ব্যর্থ ।
প্রশ্ন: নাঃ গঞ্জের মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচিত কমান্ডার, ব্যবসায়ী নেতা মোহাম্মদ আলীর কর্মকান্ড সম্পর্কে আপনার মূল্যায়ন কি?
জাকির খাঁনঃ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ভাই নাঃ গঞ্জের গর্ব, ওনি দলমত নির্বিশেষে সকলের কাছে একজন গ্রহন যোগ্য ব্যক্তি, সে আমাদের মুরুব্বী । মোহাম্মদ আলী ভাই একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে তার সহযোদ্ধা দের বিপদ আপদে এগিয়ে আসেন, ব্যবসায়ী মহল সহ সকল শ্রেনীর মানুষের নানা সমস্যায় তাদের পাশে থাকেন এবং তার সাধ্য অনুযায়ী তিনি তাদের সহযোগিতা করেন
প্রশ্ন: এখন নাঃগঞ্জে অনেক নিউজ পোর্টাল, দৈনিক সংবাদ মাধ্যম রয়েছে আপনি তাদের কাছে কি প্রত্যাশা করেন ?
জাকির খাঁনঃ আমি সাংবাদিকদের শ্রদ্ধা করি, আমি তাদের কাছে প্রত্যাশা করি আপনারা হলেন জাতির বিবেক, আপনারা সঠিক তথ্য উদঘাটন করে সত্য সংবাদ প্রকাশ করবেন। সাংবাদিক সমাজের কাছে অনুরোধ করি আপনারা কোনো বিশেষ ব্যক্তি কিংবা মহলের ইশারায় মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে কোনো ধরনের সংবাদ প্রকাশ করবেন না।
প্রশ্ন নাঃগঞ্জ বাসীর উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে ?
জাকির খাঁনঃ প্রিয় নাঃগঞ্জ বাসী আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি রাজনৈতিক কারনে দীর্ঘ ১ যুগের ও বেশী সময় আপনাদের কাছ থেকে বহু দূরে অবস্থান করলেও আমার মন সব সময় আপনাদের মাঝে পড়ে রয়েছে। আমি আপনাদের সন্তান, কারো ভাই, কারো বন্ধু, কারো রাজনৈতিক সহযোদ্ধা , সকলের কাছে একটি আহ্বান জানাই আমার ব্যক্তি জীবনে, রাজনৈতিক জীবনে যদি কোনো ধরনের ভূল করে থাকি, কেউ যদি আমার কাছ থেকে সামান্য আঘাত পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন । আমি আমার নেতা তারেক রহমান ভাইয়ের নির্দেশ পাওয়ার সাথে সাথে ফিরে আসব আমার প্রিয় নাঃগঞ্জে, আপনার দের মাঝে ।
প্রশ্ন: জাকির খাঁন ১ যুগের ও বেশী সময় পরে আপনি আপনার রাজনীতি ও নাঃ গঞ্জের বিভিন্ন বিষয়ে আপনার মতামত তুলে ধরতে সময় দেওয়ায় আপনাকে ধন্যবাদ।
জাকির খাঁনঃ আপনাকেও ধন্যবাদ এবং আপনাদের পাঠকদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা ।