বিজয় বার্তা ২৪ ডটকম
আবারও আনন্দ পরিবহনের অদক্ষ্য চালকের ভুলে হারিয়ে গেল একটি অবুঝ শিশুর তাজাপ্রান। বিগত দিনে এই পরিবহনের অদক্ষ্য চালকের কারনে একাধিক প্রান নাশের ঘটনা ঘটলেও প্রশাসনের রহস্যজনক নিরাপত্তায় দিন দিন বেপোরেয়া হয়ে উঠেছে আনন্দ পরিবহন।
সর্বশেষ গতকাল রবিবার বিকাল ৫ টায় শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া এলাকায় (ঢাকা-মেট্রো-ব ১১-৪৭৯৩) আনন্দ বাসের চাপায় জসিম নামে ৪ বছরের এক শিশু নিহত হয়েছে। আনন্দ বাস কাউন্টারের সামনে এই দুঘর্টনাটি ঘটে।
নিহত শিশু জসিম টাঙ্গাইল জেলার মমিন সিকদার ছেলে।
নিহত জসিমের বড়ভাই আরিফ (১০)জানান, আমাদের বাড়ি টাঙ্গাইল। আমরা কেরানীগঞ্জ থানাধীন পোস্থগোলা ব্রীজের পশ্চিম পার হাসনাবাদ থাকি। আমি ও আমার ছোট ভাই রাস্তা পার হওয়ার সময়ে দ্রুত গতিতে আনন্দ বাসটি এসে আমার ভাইকে চাপাঁ দেয়। আমি দৌড়ে পার হলেও আমার ভাই বাসের চাপায় পিষ্ট হয়ে মারা যায়।
ঘটনাস্থল পরিদর্শনে আসা নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, আনন্দ বাসের চাপায় নিহত শিশুর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন চলছে। বিষয়টি তদন্তের মাধ্যমে বিচার হবে।