নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
গ্যাসের মুল হাইটেনশন (১৬ ইঞ্চি) পাইপ সংযোগ লাইনের উপর ফতুল্লার ভুইগড় এলাকার চিহ্নিত ভুমিদস্যু আফাজ উদ্দিনের অবৈধ বাড়ী নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন (টিএন্ডডি) কর্তৃপক্ষ। বুধবার (১৭ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন (টিএন্ডডি) ডেমরা সার্কেলের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী এমদাদ হোসেন,মো:আ:রফিক ও সরকার আলমের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে গিয়ে অবৈধভাবে নির্মিত ঐ বাড়ীর কাজ বন্ধ করে দিয়ে স্থাপনা সড়িয়ে নেয়ার নির্দেশ প্রদান করেন।
অভিযানে আসা ডেপুটি ম্যানেজার প্রকৌশলী এমদাদ হোসেন জানায়, ভুইগড় পূর্বপাড়া এলাকার হাজী আপ্তাব উদ্দিনের ছেলে আফাজ উদ্দিন (৫৫) তার জমির মধ্য দিয়ে যাওয়া গ্যাসের মুল হাইটেনশন (১৬ ইঞ্চি) পাইপ সংযোগ লাইনের উপর অবৈধভাবে এবং তিতাস কর্তৃপক্ষের অনুমোদন বিহীন স্থায়ী পাকা বাড়ী নির্মাণ করছিল। খবর পেয়ে আমরা ঐ নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এই পাইপ লাইনের উপর স্থায়ী কোন বাড়ী ও স্থাপনা নির্মাণ করা সম্পূর্ন অবৈধ। পাইপ লাইনে ব্যঘাত ঘটলে যেকোন মূহুর্তে গ্যাস সংযোগ বন্ধ হয়ে যেতে পারে।