নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান বলেছেন, আপনারা বাচ্চাদেরকে সু শিক্ষা দিন তারা যেন বঙ্গবন্ধু’র আদর্শে গড়ে উঠে সম্পূর্ণ একটা সোনার বাংলা গড়ে তুলতে পারে। মাননীয় প্রধাণমন্ত্রী যে ডাক দিয়েছেন তা যেন বাস্তবায়ন হয়। ২০২১ সালের মধ্যে যাতে এদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়। প্রত্যেকটা বাবা-মাকে পরিশ্রমী হতে হবে। নিজেরা সাবলম্বী হন,আপনাদের বাচ্চারা যাতে ভবিষ্যত কান্ডারী হতে পারে।
সোমবার বন্দরের নির্মাণাধীন ভাষা সৈনিক নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম ওসমান আরো বলেন,আমি রাজনীতি করিনা আমি রাজনীতি জানিনা। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন। আপনারা আমার ভাইয়ের মৃত্যুর পরে আপনারা এই সুযোগটা আমাকে করে দিয়েছেন। আপনারা আমার ভাইকে ভালবাসতেন,আমার ভাইয়ের যে স্বপ্ন ছিল সেই স্বপনটা বাস্তাবায়ন করার জন্যই আমি এসেছি। আমি বারবার সংসদ সদস্য হতে আসিনি। বন্দরকে আমি অত্যন্ত ভালবাসি। এই বন্দরে আমি জমি-জমা কিনেছিলাম,আমার বাবাও কিনেছিল,কিন্তু রাজনৈতিক কারণে সেসব জমি বিক্রি করে দিয়েছিলাম। আমি বন্দরকে সাজাতে চাই ।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ আবুল জাহের ও বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ক ম নূরুল আমিন। বিদ্যালয় ম্যানেজিং কমিটি’র সভাপতি মোঃ গোলাপ হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি,সহ-সভাপতি আলী আকবর,মিনহাজুল ইসলাম রিয়াদ,আরাফাত রহমান জুম্মন,বন্দর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রউফ,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ,২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনু,ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আয়নাল হক,মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন,মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম,ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তথা শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুম আহমেদ, মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজিমউদ্দিন,মদনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ খায়রুল বাশার ভূইয়া,মোঃ সিরাজ মেম্বার,খলিলুর রহমান মেম্বার,রহিম মেম্বার,মদনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আমান,নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য হাজী আবুল কাশেম,২৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা সাইদুজ্জামান শাকিল,২৭ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মোঃ এবাদুল্লাহ,বন্দর থানা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সোনা মিয়া,নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাসনাত রহমান বিন্দু,বন্দর থানা ছাত্রলীগ নেতা আরাফাত ওয়াহিদুজ্জামান অহিদ,নূর মোহাম্মদ দেওয়ান সিয়াপ,মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা ভূইয়া,জাতীয় পার্টির নেতা মোঃ আল আমিন,থানা ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম,২৩ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা অনিক তালুকদার অপু,মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শকিল হাসান ভূইয়া,বন্দর উপজেলা তরিকুল ইসলাম শাওন প্রমুখ।