বিজয় বার্তা ২৪ ডট কম
ভিও: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কলেজ ছাত্র ইমাম হাসান তাইম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সহপাঠি ও কলেজের অন্যান্য শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে তিন ঘন্টাব্যাপি এই বিক্ষোভ কর্মসূচি পালন করে আদমজী এম ডব্লিউ কলেজের দুই শতাধিক শিক্ষার্থী। এসময় মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর থেকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত দীর্ঘ আট কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গণপরিবহনের চালক ও যাত্রীরা।
জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই রাজধানির যাত্রাবাড়ি থানার কাজলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হয়ে মারা যান সিদ্ধিরগঞ্জের আদমজী এমডব্লিউ কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ইমাম হাসান তাইম। এ ঘটনায় নিহতের পরিবার গত ২১ আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করলেও পুলিশ এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার করতে না পারায় হতাশ স্বজনরাসহ তাইমের সহপাঠিরা। দ্রুত আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করে তারা। পরে কাঁচপুর হাইওয়ে পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের আশ^াসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।