স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বিগত আন্দোলন সংগ্রামে নিহত ও আহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’র উদ্যোগে আন্দোলন-সংগ্রামে ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এই অনুদান প্রদান করেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসময় বলেছেন, আল্লাহ আছেন। তিনি সব কিছু দেখছেন। সব কিছুর মালিক তিনি। মানুষের চোখের পানি তিনি দেখছেন, তিনিই এসবের বিচার করবেন।
ওয়ান ইলিভেনের কুশীলবদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, মাহফুজ আনামতো তার ভুল স্বীকার করেছেন। যারা এর সাথে জড়িত হাসান মাসুদসহ আরও অনেকেই তারা দেশে আছেন। তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা.ফরহাদ হোসেন ডোনার প্রমুখ উপস্থিত ছিলেন।