নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার বিকেলে নারায়ণগঞ্জের বিএনপির প্রধান কার্যালয়ে নগর বিএনপি’র উদ্যোগে আলোচনা সভায় অনুষ্ঠিত করা হয়েছে।
নারায়ণগঞ্জ নগর বিএনপি সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেছেন, মহান মাতৃভাষা দিবসে সবাই যখন পথে ঘাটে মাঠে ময়দানে ও শহীদ মিনারে অনুষ্ঠান করছে, তখন সরকার আমাদের অফিস চত্বরে অনুষ্ঠান করতেও দিচ্ছে না। আমাদের অনুষ্ঠান করতে থানা থেকে অনুমতি নিতে হবে। থানার আবদার, আমাদের অফিসের ভেতর অনুষ্ঠান করতে হবে এবং কোন মাইক ব্যবহার করা যাবে না। এ সব করে সরকার সীমা লঙ্ঘন করে চলেছে। তবে, ঈশ্বর সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না।
এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সদস্য সাদেকুর রহমান সাদেক, মহানগর মৎসজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতন, সাধারন সম্পাদক পারভেজ মল্লিক, জেলা মৎসজীবী দলের সভাপতি আবুল হাসান, গার্মেন্ট শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ, মহানগর ছাত্রদল নেতা মাকিদ মুস্তাকীম শিপলু, থানা মৎসজীবী দলের সভাপতি জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক লিমন ভুইয়া, যুবদল নেতা আশিকুর রহমান আলী, আঃ রাজ্জাক, মনির হোসেন, রাজু আহমেদ, পরিবহন শ্রমিকদল নেতা শহীদ হোসেন প্রমুখ।
তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতাকে কুক্ষিগত করার স্বপ্নে বিভোর। নানা রক্ষাকবজের মাধ্যমে তারা নিজেদের নিরাপদ করতে এখন ব্যাস্ত। এ দেশের মাটিতে ভাষা আন্দোলন এমন একটি শক্তি ও প্রেরণা প্রদায়ী কর্মযজ্ঞ যার শক্তি ও প্রেরণা প্রদানের ফল্গুধারাটি এখনো শুকিয়ে যায়নি। যে আন্দোলন আমাদের ৫২ থেকে ৭১ এসে স্বাধীনতার অনুঘটকের কাজ করেছে, তার কর্মশক্তি ফুরিয়ে যায়নি। একটি শোষণমূক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে এখনো ভাষা আন্দোলন আমাদের শক্তি ও প্রেরণা সংগ্রহের আধার। বায়ান্ন থেকেই আমরা একাত্তরে পৌঁছেছিলাম। এ শক্তিই আমাদের নিরাপদ আগামী নির্মানের সহায় হবে।