নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বিশ্ব নারী দিবসে আড়াইহাজারে যৌতুক না পেয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে রহিমা (২১) নামক এক স্ত্রীকে হত্যার চেস্টা করেছে পাষান্ড স্বামী। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সদর পৌর সভার গাজীপুরা গ্রামে এই ঘটনাটি ঘটে।
নারায়ণগঞ্জ আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, উপজেলার গাজীপুরা গ্রামের হাবিবুর রহমানের মেয়ে রহিমার সাথে একই গ্রামের ফজলুল হকের ছেলে আলী হোসেনের ৪ বছর আগে বিয়ে হয়। তাদের একটি সন্তান আছে। এরই মধ্যে যৌতুকের জন্য প্রতিনিয়ত স্ত্রীকে মারধর করতো স্বামী। ঘটনার দিন ও সময়ে তর্কবিতকের এক পর্যায়ে স্ত্রী রহিমাকে গায়ে কেরোসিন দিয়ে হত্যার চেস্টা করা হয়। এ সময় রহিমার চিৎকারে আশে –পাশের লোকজন এগিয়ে এলে স্বামী আলী হোসেন পালিয়ে যায়। এই ব্যাপারে রহিমার বাবা হাবিবুৃর বাদী থানায় একটি মামলা দায়ের করেছেন। রহিমাকে আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাবিব ইসমাইল ভুইয়া জানান, মহিলার শরীরের হাত,পা, বুক পুড়ে যায়। তার অবস্থা আশংকা জনক।