বিজয় বার্তা ২৪ ডট কম
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের খেলোয়াড় কেনা-বেচার উপর নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবশ্য আপীল করেছিল মাদ্রিদের ক্লাবটি।
তবে কোনো সুসংবাদ পায়নি। সেখানেও তাদের নিষেধাজ্ঞা বহাল থাকে। তবে থেমে থাকতে রাজি নয় উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ীরা। তাইতো তারা সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার। তারা সেখানেও আপীল করবে। তবে সেটা পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে করতে হবে।
ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত থেকে রিয়ালকে আরো ছয় মাস সুযোগ দেওয়া হতে পারে খেলোয়াড় কেনা-বেচার ক্ষেত্রে। সেক্ষেত্রে আগামী জানুয়ারি দল বদল মৌসুমেও খেলোয়াড় কেনা বেচা করতে পারবে রিয়াল মাদ্রিদ। সেটা যদি পায় তাহলে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে ধনী ক্লাবটি নিঃসন্দেহে কাজে লাগাবে।
৩৯ জন তরুণ খেলোয়াড়কে নিয়ম বহির্ভূতভাবে চুক্তিবদ্ধ করায় ফিফা নিষেধাজ্ঞা আরোপ করে রিয়ালের উপর। ৩৯ জনের মধ্যে রিয়ালের কোচ জিনেদিন জিদানের সন্তানরাও রয়েছে। তবে ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্প্যানিশ দল বদল আইন অনুযায়ী লড়ছে রিয়াল।