বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের উত্তরাঞ্চলের নেতৃত্বদানকারী যুব সমাজের আস্থা, বিশ্বাস ও ভরসার একমাত্র সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান পদক্ষেপ-এর আড়াই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আন্ত জেলা এল.ই.ডি টিভি কাপ ২০১৬ইং ফুটবল ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনী খেলা স্থানীয় আই.ই.টি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলাটি উদ্বোধনী ঘোষনা করেন পদক্ষেপ-এর সভাপতি সেলিম আহমেদ হেনা।
উদ্বোধক হিসাবে বক্তব্য কালে সেলিম আহমেদ হেনা বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে নারী-পুরুষ সকলের জন্য পরমতসহিষ্ণু, অসাম্প্রদায়িক ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হলে প্রাণবন্ত ও বৈচিত্রময় সংস্কৃতি চর্চার ক্ষেত্র প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প নেই। তিনি বলেন, প্রতিনিয়ত খেলাধুলা এবং শরীর চর্চা মধ্য দিয়ে যুব সমাজকে সুনাগরিক হিসাবে তৈরী করতে হবে। একটি সুষ্ঠু ধারার সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজে পরষ্পরের দায়িত্ব পালনের মধ্য দিয়েই গড়ে ওঠে সুখী, সুন্দর ও গণমানুষের বাসযোগ্য একটি আধুনিক জনপদ, এতে সমাজের প্রত্যেকটি মানুষ অর্জন করেন তার কৃতিত্ব, সম্মান, মর্যাদা। আর এই নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটা মানবিক, প্রকৃতিবান্ধব, শিশুর প্রতি দায়িত্বশীল, নারীর জন্য নিরাপদ ও সম্মানজনক, তরুণ প্রজন্মের কর্মোদ্দীপনার উপযোগী প্রাণচঞ্চল একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
পদক্ষেপ এর সাধারণ সম্পাদক আবু হাসান টিপুর অনুপস্থিতির কারণে উদ্বোধনী অধিবেশন পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক শাহীন হায়দার।
আজ সকালে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় বীর মুক্তিযোদ্ধা ইসমাইল সাহেব স্মৃতি সংঘ ৩/১ গোলে দি রাইর্জি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন, নূর নবী চৌধুরী, সাইদুল ইসলাম ও জসিম উদ্দিন আহমেদ।
হাজার হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগীতাটি উদ্বোধনকালে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খাজা শাহাব উদ্দিন। উপস্থিত ছিলেন, আলী আকবার, ইকবাল আহমেদ রিপন, রইস আমানুর রহমান রতন, সালাউদ্দিন উজ্জল, এড. শাওন খানম, আবুল কালাম আজাদ, আব্দুল জব্বার, সোহেল মোল্লা, শাহ নেওয়াজ সবুজ, গোলাম মোস্তফা রাসেল, ফয়সাল হোসেন সাগর, ফারহানা আলম সুমি, জাকিয়া সুলতানা প্রমূখ।