বিজয় বার্তা ২৪ ডট কম
বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৪ টায় গাজীপুর পুলিশ লাইন্সে ঢাকা রেঞ্জ কর্তৃক আয়োজিত আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ চ্যাম্পিয়ন হয় । খেলা শেষে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার) ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)’র হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার), গাজীপুর জেলার পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম সহ জেলা পুলিশ গাজীপুর এবং জেলা পুলিশ নারায়ণগঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।