নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের আওতাধীন নাসিকের ১৭টি ওয়ার্ডে মহানগর আওয়ামীলীগের সভাপতিকে সাথে নিয়ে উন্নয়নের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য সেলিম ওসমান। তার নির্বাচনী এলাকার আওতাধীন প্রতিটি ওয়ার্ডে ২৫ লাখ টাকা করে উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
শনিবার(৫ মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ড এলাকার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ওই আলোচনা সভা শেষে সেলিম ওসমান তার ব্যক্তিগত তহবিল থেকে ১৮নং ওয়ার্ড এলাকায় মসজিদ, মন্দির, মাদ্রাসা ও স্কুল সহ মোট ৫টি উন্নয়নমূলক কাজের জন্য অনুদান হিসেবে ১ কোটি টাকার চেক হস্তান্তর করেন।
যার মধ্যে নলুয়া ইসলামিয়া সুন্নীয়া মাদ্রাস ২৫ লাখ, দক্ষিণ নলুয়া জামে মসজিদ ২০ লাখ, আশার আলো প্রতিবন্ধী স্কুল ২৫ লাখ, সত্য নারায়ণ জিউর মন্দির ১৫ লাখ, ১০নং শীতলক্ষ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কমিটিকে ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
মত বিনিময় সভায় তিনি বলেছেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দীর্ঘ ১৮ মাস সিটি কর্পোরেশনের মেয়রকে আলোচনায় বসার আহবান জানিয়ে আসছি। ভেদাভেদ ভুলে উন্নয়নের প্রশ্নে এক কাতারে আসার আহবান জানিয়েছি, নির্বাচনে জয়ী হওয়ার পর তার বাড়ীতে গিয়েছি, মিষ্টি পাঠিয়েছিলাম কিন্তু কি কারনে জানি না উনি আমার উপর এতো রাগ। আমার মিষ্টি পর্যন্ত ফিরিয়ে দিয়েছেন তিনি। এমনকি অদ্যাবধি উনি আলোচনার আহবানে কোন সাড়া দেননি। উপরন্তু আমার কাছে কোন কাউন্সিলর আসলে তাকে কটাক্ষ করে অপমান করা হয়েছে। ফলে আমি ১৮টি মাস নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় কোন উন্নয়ন কাজ করতে পারি নাই। আমার কাছে আর বাকি আছে ৩৬ মাস। আমি এই ৩৬ মাস নষ্ট করতে চাই না। এখন আমি আর কারো সাথে আলোচনা করবো না। কোন প্রতিষ্ঠানের নো অবজেকশন লাগবে না। আমি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনকে সাথে নিয়ে রাস্তায় নামলাম সিটি করপোরেশন এলাকার উন্নয়নের জন্য। আর এ উন্নয়ন কাজে সহযোগীতা করবেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ ও জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের। এই ১৮ নং ওয়ার্ড থেকেই আমি সেই উন্নয়নের কাজ শুরু করলাম এবং আমার নির্বাচনী এলাকার ১৭টি ওয়ার্ডের মধ্যে প্রত্যেক ওয়ার্ডে ২৫ লাখ টাকার করে উন্নয়ন করা হবে। সেটা সরকারী বরাদ্দ অথবা আমার কোন ব্যবসায়ী সহকর্মীর সহযোগীতার টাকা যেভাবেই হোক না কেন।
নাসিকের কাউন্সিলরদের প্রতি আহবান রেখে বলেন, আপনাদের কেউ কাউন্সিলর বানিয়ে দেন নি। না সেলিম ওসমান না আইভী। জনগনের ভোটেই আপনি নির্বাচিত হয়েছেন। তাই জনগনের জন্য কাজ করতে হবে। কোন অবস্থাতেই জনগনের সাথে বেঈমানী করা যাবে না। আমাকেও জনগন ভোট দিয়ে প্রতিনিধি বানিয়েছে তাই আমি জনগনের সাথে বেঈমানী করতে পারবো না। আমি আপনাদের কাছে আহবান রাখবো জনগনের কল্যানে কাজ করেন। যদি মেয়র কোন কাজ না করে তাহলে আপনারা আনোয়ার হোসেনের মাধ্যমে প্রস্তাবনা দেন। প্রস্তাবনাটি যাচাই বাছাই করে প্রয়োজনীয় উন্নয়ন করা হবে। তবে সেই কাজটি অবশ্যই জনগনের কল্যানে হতে হবে কোন ব্যক্তি স্বার্থে নয়।
নিতাইগঞ্জে ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন, কোন অবস্থাতেই রাস্তায় ট্রাক রেখে যানজট সৃষ্টি করে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আগামী ৭ দিনের মধ্যে আপনারা নারায়ণগঞ্জ চেম্বার নেতৃবৃন্দদের সাথে নিয়ে আলোচনায় বসুন। হয়তো ওয়ারলেসের মাধ্যমে যোগাযোগ করে ট্রাক শহরে প্রবেশ করাবেন নয়তো রাতের বেলায় লোড আনলোড করবেন। আর যদি আলোচনায় না বসেন তাহলে আমি প্রতিটি ঘর থেকে মানুষ সাথে নিয়ে ৬ ফুট লাঠি নিয়ে রাস্তায় নামবো।
নাসিক বাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমার উপর আস্থা রাখেন। আমার অভিজ্ঞতা রয়েছে আমি উন্নয়ন করবো আপনাদের সহযোগীতা প্রয়োজন। আমি মনে করি নারায়ণগঞ্জে অপরাজনীতির কারনে আমরা আদমজী হারিয়েছি, রেলস্টেশন হারিয়েছি যেটার পরিবর্তে আজ কমলাপুর রেলস্টেশন, প্রাচ্যেরডান্ডির ঐতিহ্য হারিয়েছি। কিন্তু আমাদের সকলে প্রচেষ্টায় নারায়ণগঞ্জে প্রাচ্যেরডান্ডি থেকে অত্যাধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব হবে।
মত বিনিময় সভায় মুক্তিযোদ্ধা মোসলে উদ্দিন আহম্মেদ ডিপটি এর সভাপতিত্বে মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বিকেএমইএ এর সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক, আটা ময়দা মিল মালিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি, কৃষকলীগ নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক রোকন উদ্দিন আহম্মেদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক হুমায়ন কবির খান শিল্পী, মহানগর আওয়ামীলীগ নেতা জিএম আরমান, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মালেক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম আরাফাত প্রমুখ।