প্রেস বিজ্ঞপ্তি,
নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে অনলাইন নিউজপোর্টাল টাইমস নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডট কম এর নিজস্ব প্রতিবেদক রায়হান কবির নিলয়ের মোটর সাইকেল চুরি হয়েছে।
রোববার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রায়হান কবির নিলয় ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৪২।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার দুপুরে জেলা আদালত প্রাঙ্গণের নির্বাচন অফিসের নিচে নিলয়ের টিভিএস কোম্পানীর এ্যাপাচী মডেলের লাল-কালো রঙের মোটরসাইকেল (রেজি: নং- ঢাকা মেট্রো ল-২৩-৪১৫২) তালাবদ্ধ করে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার নিউজ কভার করতে যান। সভাশেষে ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি যথাস্থানে নেই। পরে তাৎক্ষনিক বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই কামরুল হাসান জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।