বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রাক্তন সভাপতি এড. তৈমুর আলম খন্দকারকে আটক করেছে ফতুল্লা থানা পুলিশ ও জেলা গোয়ান্দা পুলিশ(ডিবি)।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ আদালত চত্বর থেকে পুলিশ তাকে আটক করে। আটককের পর তাকে ফতুল্লা থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে ফতুল্লা থানার ওসি কামাল উদ্দিন জানান, তার বিরুদ্ধে ২ টি মামলার গ্রেফতারী পরোয়ানা ছিলো। তাই তাকে আটক করা হয়েছে।
এদিকে তৈমুর আলমকে গ্রেফতারের প্রতিবাদে জেলা আদালতপাড়ায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।