নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় একটি ভবন নির্মাণ কাজ করছে মিছিরআলীগং।মামলার বাদী আবদুল আলী আদালতের নিষেধাজ্ঞার আদেশসহ থানায় অভিযোগ করলেও পুলিশ কোন আইনগত ব্যাবস্থা গ্রহন করছে না বলে অভিযোগ জানা গেছে।
জানা গেছে,সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকার মৃত শুক্কুর আলী বেপারীর ছেলে আবদুল আলী ও মিছির আলীর মধ্যে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ১৫ শতাংশ জমি নিয়ে বিরোধ দেখা দেয়।ওই জমিতি মিছির আলীগং বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করলে আবদুল আলী বাদী হয়ে মিছির আলী ও তার ছেলে সওকত আলী রনি,সওকত আলী রকি ও মহব্বত আলী তপুকে বিবাদী করে নারায়ণগঞ্জ বিজ্ঞ দ্বিতীয় সিনিয়র সহকারি জজ আদালতে দেওয়ানী মামলা দায়ের করে।যার নং ১৪০/২০১৫।বাদী পক্ষ নালিসী জমিতে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করার আবেদন করলে আদালত শুনানী শেষে গত ২৬-০১-২০১৬ তারিখ ওই জমিতে নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।কিন্তু বিবাদী মিছিরআলীগং আদলতের আদেশ অমান্য করে গায়ের জোরে নির্মাণ কাজ অব্যাহত রাখে।পরে বাদী আদালতের নিষেধাজ্ঞার আদেশের কপিসহ সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানায়।রহস্যজনক কারণে পুলিশ মিছির আলীগংদের বিরুদ্ধে কোন আইনগত ব্যাবস্থা গ্রহন করছেনা।এতে বিবাদী পক্ষ বাদীকে বিভিন্ন হুমকি প্রদান করছে বলে অভিযোগ জানা গেছে।