নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে আদমজী রপ্তানী পক্রিয়াকরন অঞ্চল (এইপিজেডে) একটি নির্মানাধীন তৈরি পোশাক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট ২ নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলো- চঁদপুর জেলার শাহরাস্তি থানার কাদির কান্দা গ্রামের আমির হোসেনের ছেলে মাসুদ (৩০) ও একই জেলার মতলব থানার কুমারখালী গ্রামের শাজাহানের ছেলে শাহাদত (১৮)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকাল ১০ টায় এপিজেডের অনন্ত এপ্যারেলস নামক নির্মাণাধিন একটি পোশাক কারখানায় এ্যালমুনিয়াম চ্যানেল স্থানান্তরের সময় পাশ্ববর্তী উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারে চ্যানেলটি জড়িয়ে পড়লে এ ঘটনাটি ঘটে। এসময় বৈদ্যুতিক বিষ্ফোরণের বিকট শব্দ হলে ওই কারখানা ভবনের একটি ফ্লোরে কর্মরত শ্রমিকরা আতংকে হুড়–গুড়ি করে নামতে গেলে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছে বলে বেপজা সূত্রে জানা গেলেও তাদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের বেপজা হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে ওই কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন কিছু জানাতে অপারগতা প্রকাশ করলেও বেপজার জনসংযোগ বিভাগের মহাব্যাবস্থাপক নাজমা বিন্তে আলমগীর এর সত্যতা নিশ্চিত করেছেন।