বিজয় বার্তা ২৪ ডট কম
ওপেক্স গ্রুপের আদমজী ইপিজেডস্থ সুপ্রীম স্মার্ট ওয়ার লিঃ কারখানায় শ্রমিক ছাটাই, শ্রমিক নির্যাতন বন্ধ এবং শ্রমিকদের দাবী-দাওয়া অবিলম্বে মেনে নিয়ে অবিলম্বে কারখানা খুলে দেয়ার দাবী করেছেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিকনেতা এড. মাহবুবুর রহমান ইসমাইল।
বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত চাষাঢ়া প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানব বন্ধনে তিনি এসব কথা বলেন।
আজ বিকেলে সুপ্রীম স্মার্ট ওয়ার লিঃ এর শ্রমিকনেতা শারমিন আক্তার-এর সভাপতিত্বে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ মানব বন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সাইফুল ইসলাম, নাজমুল হাসান নাননু প্রমূখ।
আদমজী ইপিজেডে ওপেক্স গ্রুপ শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করার দাবী করে শ্রমিকনেতা এড. মাহবুবুর রহমান ইসমাইল আরও বলেছেন, লাঞ্চ ও যাতায়াতের ভাড়া বৃদ্ধির দাবীকে অজুহাত হিসাবে সুপ্রীম স্মার্ট ওয়ার লিঃ কারখানার কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষনা করে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিকের জীবন নিয়ে ছিনিমিনি করছে। প্রকৃত পক্ষে শ্রমিকের দাবী-দাওয়ার আন্দোলন নস্যাৎ করাসহ শ্রমিকদের আইনী অধিকার সমূহ আত্মস্যাত করাই হলো মালিক পক্ষের মূল উদ্দেশ্য।