বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। শুক্রবার সকালে আগুনের সূত্রপাত ঘটে। এখন পর্যন্ত প্রায় ৭ ঘন্টা ধরে আগুন জ্বলার পর বিকেল ৫ টায় আগুন নিভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইপিজেডের ভেতরে একটি নির্মাণ কাজের পাইলিং করার সময় নীচে থাকা গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। পরে সেখানে র্স্পাক হয়ে আগুন জ্বলে। এসময় গ্যাসলাইনের আগুন শিখা দ্রুত উপরের দিকে উঠতে থাকে। সেখানে থাকা বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে তারা দ্রুত ইপিজেড এলাকা ত্যাগ করেন। তবে গণমাধ্যম কর্মীদের সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি।
ফায়ার সার্ভিসের উপপরিচালক দিন মনি শর্মা জানান, আমরা জানতে পেরেছি এখানে যে গ্যাস লাইন ছিলো সেটির ডায়ামিটার হলো ২০ ইঞ্চি। অথচ ইপিজেড থেকে ১০ কিলোমিটার দূরে তাদের গ্যাসের বাল্প। তাদের গ্যাস লাইন বন্ধ করার যে মাস্টার কিট সেটি পাওয়া যাচ্ছিল না। বিকেল সাড়ে ৪ টার দিকে মাস্টার কিট পাওয়া যায়। পরে সেটি বন্ধ করার পর আগুন নিয়ন্ত্রনের কাছে চলে আসে। পরে পাইপের ভেতর যে গ্যাস ছিলো সেটি জ্বলে যাওয়ার পর আগুন নেবে। যদি এটি আগেড় পাওয়া যেতো তাহলে আগুন নিভাবে এতো সময় লাগতো না।
দিন মনি শর্মা বলেন, ইপিজেডের দেয়ালের পাশেই ছিলো বিদ্যুৎ কেন্দ্র। আগুনে সেখানে কোন ক্ষতি হয়নি। আমরা চেষ্টা করেছি সেখানে যাতে করে আগুন ছড়িয়ে না পড়ে এ জন্য আমাদের ৮ টি পানির পাইপ লাইন দিয়ে পানি দিয়ে রেখেছি। আমাদের ঢাকা ও নারায়ণগঞ্জের ৯ টি ইউনিটের চেষ্টা আগুন পুরোপুরি নেভানো হয়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।