বিজয় বার্তা্ ২৪ ডট কম
আদমজী রপ্তানী পক্রিয়া অঞ্চলে (এইপিজেড) বিভিন্ন প্রকল্পের উদ্ধোধন করেছেন বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিবুর রহমান। প্রকল্পগুলো হলো- মেডিক্যাল সেন্টার, ফায়ার সার্ভিস ষ্টেশন, সিসিটিভি কন্টোল রূম, নতুন সিকিউরিটি ব্যারাক, রেষ্টুরেন্ট ও ইপিজেড কেন্দ্রীয় মসজিদ। এ সময় তিনি পুকুরে মাছের পোনা ছেড়ে অবমুক্ত করেন। বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আদমজী ইপিজেড অভ্যন্তরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তিনি এ প্রকল্পগুলো উদ্ধোধন করেন। পরে তিনি বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বেপজার মহা ব্যবস্থাপক (নিরাপত্তা) লেঃ কর্ণেল লোকমান আলী, জনসংযোগ বিভাগের মহা ব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর, মেম্বার ইঞ্জিনিয়ার মোসাদ্দেক আলী, চিফ ইঞ্জনিয়ার শাহ আলম সরকার, এইপিজেডের মহা ব্যবস্থাপক আশরাফুল কবির, র্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল হাসান, ইন্ড্রাষ্ট্রিয়াল পুলিশের ৪’র পুলিশ সুপার শামীমুর রহমান । এসময় মেজর জেনারেল হাবিবুর রহমান আদমজী ইপিজেডের বিনিয়োগকারী এবং কর্মরত শ্রমিকদের নিরাপত্তা ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।