বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পরিত্যক্ত পুকুর থেকে মেহেরুন্নেছা (৮০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মানসিক রোগী ছিলেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার প্রভাকরদী এলাকায় খোকা মিয়ার বাড়ির পাশে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মেহেরুন্নেছা (৮০) রূপগঞ্জের ফোরগাঁওয়ের মৃত আব্দুল মালেকের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে ওই পুকুরে লাশ দেখতে পান স্থানীয়রা। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি পোস্ট করলে পুলিশকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে। পরে মৃতের স্বজনরা এসে পরিচয় নিশ্চিত করেন।
পরিবারের সদস্যরা জানান, মেহেরুন্নেছা মানসিক রোগী ছিলেন এবং প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে যেতেন। গত ১৯ ফেব্রুয়ারি তিনি নিখোঁজ হন। খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে মাইকিং করা হয়। পরে ফেসবুকে পোস্ট দেখে স্বজনরা তার লাশ শনাক্ত করতে আসেন।
পুলিশ জানান, প্রাথমিক তদন্ত শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।